1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
চোখের জলে তরুন চিকিৎসক মাছুম খানকে শেষ বিদায়, জগন্নাথপুরে দাফন সম্পন্ন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

চোখের জলে তরুন চিকিৎসক মাছুম খানকে শেষ বিদায়, জগন্নাথপুরে দাফন সম্পন্ন

  • Update Time : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩১৯ Time View
স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মশাহিদ খানের ছেলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের তরুন চিকিৎসক ডা: মাছুম খানের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে  মরহুমের প্রথম নামাজে জানাজা সিলেট ওসমানি কলেজ হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরহুমের মরদেহ গ্রামের বাড়ি আটঘরে এসে পৌঁছিলে সেখান এক হৃদয় বিদায়ক দৃশ্য অবতারন হয়। শেষবারের মতো সুদর্শন প্রিয় এই ডাক্তারকে  দেখতে ঢল নামে শোকাহত মানুষের।
বাদজহুর বেলা ২ টার  দিকে স্থানীয় আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেট ২ আসনের সাবেক এমপি সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জগন্নাথপুর পৌর সভার মেয়র হাজী আব্দুল মনাফ, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি হরমুজ আলী,জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএন পির সাবেক সহ সভাপতি এম এ মালেক খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,মিয়ারবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, আওয়ামীলীগ নেতা এসএম নুনু মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিকসহ সর্বস্তরের হাজারো মানুষ। জানাজায় ইমামতি করেন মরহুমের দাদা ক্বারী ফেরদৌস খান।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
অশ্রুসিক্ত চোখে ভালবাসার তরুন চিকিৎসক শেষ বিদায় দিলেন সর্বস্তরের শোকাহত মানুষ।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যারাতে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি  অনেক দিন ধরেই ডা: মাছুম খান দুরারোধ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com