1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের শিক্ষার্থী সুবির আত্মহত্যার হিসাব মিলাতে পারছেন না কেউ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

জগন্নাথপুরের শিক্ষার্থী সুবির আত্মহত্যার হিসাব মিলাতে পারছেন না কেউ

  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০১৬
  • ২৩৭ Time View

সুহেল হাসান :: সিলেট মহিলা কলেজের ছাত্রী হোস্টেল থেকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের ডুবাই প্রবাসী বশর মিয়ার মেয়ে মহিলা কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী সুবি বেগম এর আত্মহত্যা নিয়ে চলছে নানা জল্পনা। কেউ সেই রহস্য উন্মোচন করতে পারছেন না। স্বজন থেকে শুরু করে শিক্ষাথী, সহপাটি,অভিভাবক ও শিক্ষকরা সবাই বিস্মিত হয়ে পড়েছেন। পড়ালেখায় মেধাবী ওই শিক্ষার্থী হঠাৎ করে কেন আত্মহত্যা করতে গেল এনিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন।
তিন ভাই তিন বোনের মধ্যে তৃতীয় সুবী সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে সিলেট মহিলা কলেজে গিয়ে ভর্তি হয়। পরে তিন সহপার্টির সাথে মহিলা কলেজের হোস্টেলে থাকার সুব্যবস্থা করে। রমজানে কলেজ বন্ধ হলে অন্যসহপার্টিরা নিজ নিজ বাড়ি চলে গেলেও সুবি থেকে যায়। রোজা রেখে সন্ধ্যার আগে নিজের জন্য বাহির থেকে গিয়ে ইফতার কিনে আনে।
সহপাঠিরা বলছেন বেশ কিছুদিন থেকে সুবি চুপশে গিয়েছিলো। অনেকটা আনমনা থাকত সে। কারো সঙ্গেই ভালোভাবে মিশতে পারতনা। কলেজের মাত্র ১১ মাস ২১ দিন বসবাস করে লাশ হয়ে বাড়ি ফিরতে হবে তাকে। সুবির মৃত্যুর খবর পেয়ে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েন। খবর পাওয়া যায় সুবির বড় ভাই সুজেব মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন।
সুবির চাচা প্রতিবেশী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মালিক জানান, এইচএসসি পাশ করার পর বছর খানেক আগে সে সিলেট সরকারী মহিলা কলেজে অর্থনীতি (সম্মান) বিভাগে ভর্তি হয়। ভর্তির পরে কলেজের হোস্টেলে সিট পায় সে। মৃত্যুর আগপর্যন্ত হোস্টেলের পুরাতন ভবনের দ্বীতিয় তলার ২১০ নম্বর কক্ষে থাকত সুবি। এই কক্ষে সুবির আরো ৪ জন সহপাঠি থাকত। রমজান শুরুর পর থেকে রুমে অন্যান্য সহপাঠিরা বাড়ি চলে যায়। এর পর থেকে একাই রুমে থাকত সুবি। তিনি জানান, মেয়েটি অত্যন্ত মেধাবী ছিল। সব সময় পড়ালেখা নিয়েই চিন্তামগ্ন থাকত। সুবির বান্ধবীরা জানান,
গত কয়েকদিন থেকে প্রায়ই বিমর্ষ দেখা যেত তাকে। কারো সঙ্গেই ঠিক মতো কথা বলতো না। অনেকটা। নিজের মধ্যে ডুবে থাকত সে।

শেষ পরিনতিতে গতকাল রুমের তালা ভেঙ্গে সুবির নিথর দেহ উদ্ধার করা হয়। সহপাঠিরা জানান, শনিবার রাতে হোস্টেলের অন্যান্য মেয়েদের সাথে সেহরী খায় সুবি। এর পর একাই রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে।

রবিবার সারা দিন সে দরজা খুলেনি। ইফতারির সময়ও থাকে দেখতে পাননি সহপাঠিরা। যে কারনে ইফতার শেষে অনেকে খুঁজ করেন তাকে। প্রথমে অনেকেই মনে করেন সুবি হয়ত বাইরে ইফতার করছে। কিন্তু রুমের সামনে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ দেখে প্রশ্ন জাগে। সবাই তখন দরজা ধরে ডাকতে থাকেন।

কিন্তু সুবির কোন সাড়া নেই। রুমে আলো নেই। এতে প্রশ্নে উদয় হয়। একজন ঘুমন্ত মানুষকে জাগাতে যতটুকু চেষ্টা প্রয়োজন সবই করেন তারা। কিন্তু ভেতর থেকে কোন সাড়া শব্দ নেই। ততক্ষনে সুবির দরজার সামনে অপেক্ষমান সবার কপালে চিন্তার ভাজ।

সহপাটি ফরজানা, তাহমিনা রুমের জানালা দিয়ে দেখতে পায় সুবির ঝুলন্ত লাশ। ঝুলন্ত লাশের খবর বলার সাথে সাথেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে উঠেন সকলেই। খবর দেয়া হয় কলেজের অধ্যক্ষ ও হোটেল সুপার সহকারি অধ্যাপক জামালুর রহমানকে। অধ্যক্ষের নির্দেশে ডাকা হয় পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙেগ উদ্ধার করে সুবিকে। কিন্তু ততক্ষনে নিজের সময়কে নিজেই স্তব্ধ করে দিয়েছে সে।

রবিবার রাতে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিলিং ফ্যানের হুকের সাথে ঝুলছে সুবির দেহ। গলায় ওড়না পেছিয়ে কোন একে সময় ফাঁস নেয় সে। প্রাথমিক অবস্থায় আত্মহত্যারই আলামত পেয়েছে পুলিশ।

তবে পুলিশের ক্রাই সিম ইউনিট ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ময়না তদন্তের জন্য লাশও নেয়া হয়েছে ওসমানী হাসপাতালে। কলেজের পরিচিতরা কেউই বুঝতে পারছেন না কি কারনে আত্মহত্যা করলো সুবি। মৃত্যুর আগে কোন সুসাইড নোটও রেখে যায়নি সে। তবে সুবির সহপাঠি থেকে পরিবার সবাই ঘটনার সাঠিক তদন্ত দাবি করেছেন। যাতে প্রকৃত রহস্য উন্মুচন ঘটে এ জন্য যথাযথ পদষেপও দাবি করেছেন অনেকে। এদিকে পরিবারের লোকজন প্রথমে ময়না তদন্ত ছাড়াই সুবির লাশ আনতে চেষ্ঠা চালান। কিন্তু অনুমতি না পাওয়ায় ময়না তদন্তর পর লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হবে। বর্তমানে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। সেখানে স্বজনরা তাকে শেষ দেখতে অপেক্ষা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com