1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে স্ত্রীর বিরুদ্ধে প্রবাসী স্বামীর যত অভিযোগ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে স্ত্রীর বিরুদ্ধে প্রবাসী স্বামীর যত অভিযোগ

  • Update Time : শনিবার, ২১ মে, ২০১৬
  • ২৮৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ইসাকপুর গ্রামের আব্দুল মালিকের কন্যা মোছাঃ তাহমিনা বেগম প্রবাসী স্বামী একই উপজেলার বালীকান্দি গ্রামের আব্দুল মালিকের ওরফে নাজিম উদ্দিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে আলী হোসেনেকে অভিযুক্ত করে সুনামগ্জ্ঞ কোর্টে মামলা দায়ের করেন। অনুসন্ধানে জানা যায়, আলী হোসেনের সাথে ২০১৩ সালের ২৫ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ব হন | কিন্তু বিবাহের পর প্রবাসী স্বামীর কাছ থেকে বিভিন্ন প্রকার অজুহাত দেখিয়ে বাপের বাড়ী অবস্থান করেন এবং প্রায় ৫লক্ষ টাকা হাতিয়ে নেন। এ ব্যপারে আলী হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার স্ত্রী আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে | জানা যায় যে বিবাহের সময় স্বামী প্রবাস থেকে আনা ৫বড়ি স্বর্ন অলংকার এবং ৪লক্ষ টাকা দেনমর দেন| কিন্তু বিবাহের পর তাহমিনা বেগমের আচরন তার কাছে রহস্যময় হয়ে ওঠে আলী হোসেন আরো জানান বিয়ের দুই মাস পর আমি সৌদিআরবে চলে যাই সেও তার বাপের বাড়ী চলে যায়| সেখানে থাকা অবস্থায় আমার স্ত্রী যাবতয়ী খরছ তার বাপের দেওয়ার জন্য বলে স্ত্রীর মন আর বেজাল এড়াতে আমি তার বাপের বাড়ী পাঠাই | দুই বছর আগে আমার স্ত্রীর মাধ্যমে আমার শশুর আমার কাছে ব্যাবসার জন্য ধার হিসেবে ৫লক্ষ টাকা চান আমি উনাকে ৩লক্ষ টাকা দেই | এই টাকা ফেরত চাওয়ার পর থেকেই আমার স্ত্রীর আচারন আমার সাথে খারাফ হতে থাকে এব্যাপারে শ্বশুরের সাথে কথা বললে তিনিও কোন প্রকার শান্তনা দিতে পারেন না | এখন আমি প্রায় নিঃস্ব | আলী হোসেন বলেন গত দুই মাস আগে আরো ১লক্ষ টাকা দেবার জন্য বললে আমি পারবনা বললে আমার সাথে
অসামাজিক আচরন করে বর্তমানে আমার স্ত্রী পরকিয়া প্রেমে ও অসৎ কাজে লিপ্ত তাই টাকার জন্য এখন আমার কাছে তালাক চাইছে আর আমাকে আরো টাকা দেবার জন্য হুমকি দিচ্ছে বলছে যদি আরো ৪লক্ষ টাকা না দেই তবে এখন শুধু তালাক ও ভরনপোষনের টাকার জন্য মামলা করেছি পরে আরো কঠিন নারী নির্যাতনের মামলা দিব | এখন আমি নিরুপায় সৌধি আরবে অবস্থান করে এই মিথ্যা মামলা কিভাবে চালাব | তাহমিনা বেগমের সাথে এব্যাপারে কথা বলতে চাইলে মুঠোফোন বন্ধ পাওয়া যায় | এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, তাহমীনা বেগম বিয়ের পর থেকেই বাপের বাড়ী আবস্থান করছেন স্বামীর বাড়ীর লোকজন নিতে আসলে উনি তাদের অপমান করে তাড়িয়ে দেন |

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com