1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুর ডিগ্রী কলেজ সরকারীকরনে উপজেলাবাসী আনন্দিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

জগন্নাথপুর ডিগ্রী কলেজ সরকারীকরনে উপজেলাবাসী আনন্দিত

  • Update Time : রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ৪৮১ Time View

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজ সরকারী করন হওয়ার সংবাদে জগন্নাথপুর উপজেলাবাসী আনন্দিত। রোববার সারা দেশের ২৭১টি কলেজ সরকারী করনের তালিকায় জগন্নাথপুর ডিগ্রী কলেজ এর নাম থাকার সংবাদ প্রচারিত হলে উপজেলাজুড়ে আনন্দের বন্যা বইতে শুরু করে। কলেজ ক্যাম্পাসে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ উচ্চ্বাস প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্রনেতা তাহা আহমদ উচ্চ্বাস প্রকাশ করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন আমরা গর্বিত ও আনন্দিত এই কলেজের একজন শিক্ষার্থী হিসেবে।আমাদের সময়ে কলেজটি জাতীয়করন হওয়ায় আমরা গর্বিত।
জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক অশেষ কান্তি দে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,স্হানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর আন্তরিক প্রচেষ্টা ও মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার সদিচ্চায় সব বাধা অতিক্রম করে জগন্নাথপুর ডিগ্রী কলেজসহ সারা দেশের২৭১ কলেজ সরকারীকরণ শিক্ষাক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।
কলেজের প্রভাষক বিজিত বৈদ্য বলেন, জগন্নাথপুর ডিগ্রী কলেজ সরকারী করনে প্রতিমন্ত্রী এম এএ মান্নান,প্রবীন রাজনীতিবীদ সিদ্দিক আহমদসহ য়ারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জগন্নাথপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,সারাদেশের ২৭১কলেজের মধ্যে আমাদের কলেজ সরকারিকরন হওয়ায় আমরা খুব আনন্দিত।
জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষাবান্ধব আমাদের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর প্রচেষ্ঠায় জগন্নাথপুর ডিগ্রী কলেজ সরকারী করন হওয়ায় অত্র অঞ্চলে শিক্ষার মানবৃদ্ধি পাবে বলে দৃঢ় আশাবাদী। আমরা মন্ত্রী এমএ মান্নানের প্রতি কৃতজ্ঞ।
কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করছে। যার অংশ হিসেবে জগন্নাথপুর ডিগ্রী কলেজ সরকারী করন হয়েছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। সারাদেশে প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয়ের পর কলেজ সরকারীকরন করে শিক্ষার উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ কলেজ পরিচালনা এডহক কমিটির সদস্য সিদ্দিক আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর ডিগ্রি কলেজ সরকারী করন হওয়ায় এ উপজেলার উচ্চ শিক্ষার মানন্নোয়ন হবে।তিনি কলেজ জাতীয়করনে বিশেষ ভুমিকা রাখায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তাঁরমতো একজন সুযোগ্য জনপ্রতিনিধি থাকায় জগন্নাথপুরের শিক্ষাসহ সামগ্রীক উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেন। উল্লেখ্য একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত কলেজ এটি।১৯৮৭ সালে পৌর এলাকার ভরতপুর মৌজায় সুবিশাল ক্যাম্পাসে কলেজের কার্যক্রম শুরু হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ শায়েক আহমদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আব্দুন নুর দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com