1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জাপাকে ক্ষমতায় দেখে মরতে চাই: এরশাদ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:

জাপাকে ক্ষমতায় দেখে মরতে চাই: এরশাদ

  • Update Time : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৩৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘যদি আবার ক্ষমতায় আসতে পারি, তাহলে শান্তি ফিরে আসবে, সমস্ত ব্যথা-বেদনা দূর হবে। একবার হলেও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে মরতে চাই আমি।’

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির সভায় নিজের এই ইচ্ছের কথা জানান এরশাদ। সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হয় এই সভা।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘নির্বাচন ছাড়া দেশে সরকার পরিবর্তন সম্ভব নয়। তাই আমরা আগামী নির্বাচনে অংশ নেব। আর কে নির্বাচনে এল কে এল না, আমরা তা পরোয়া করি না। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল।’

এ সময় এরশাদ বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়, জীবনের নিরাপত্তা চায়। মানুষ শান্তিতে ঘুমাতে চায়। তাই মানুষ পরিবর্তন চায়। আর জাতীয় পার্টি ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘ভোট কারচুপির নির্বাচন আমরা চাই না। আমরা সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।’

হুসেইন মুহম্মদ এরশাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ক্ষমতা ছাড়ার পর আমি একটা দিনও শান্তিতে থাকতে পারিনি। এখনো শান্তিতে নেই। আমি অনেক অত্যাচার ও লাঞ্ছনা সহ্য করেছি। আমাদের ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমাকে অনেকবার জেলে যেতে। তবে আবার নতুন সূর্য উঠবে—এই অপেক্ষায় আছি।’

নিজের শাসনামলের শান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাস্তায় মানুষ লাশ হয়ে পড়ে থাকে। মানুষ বিচার পায় না। ক্ষমতায় গেলে দেশে খুন-হত্যা বন্ধ হবে। ব্যাংক লুট হবে না, গায়েবি মামলা হবে না। আমরা মানুষকে সুখ-শান্তি দেব।’

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাপা থেকে মহাজোটের মনোনয়নপ্রত্যাশী নবীনগর উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক কাজী মো. মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় পার্টি মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার, হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সেক্রেটারি ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম ফয়সাল চিশতী, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি আহ্বায়ক জিয়াউল হক মৃধা ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া। নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাপার জনসভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতা-কর্মী ও সমর্থকেরা যোগ দেন।

সুত্র-প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com