1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ধর্ষণ বাড়ছেই, আমরা কি জাহেলিয়াতের যুগে ফেরত যাচ্ছি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

ধর্ষণ বাড়ছেই, আমরা কি জাহেলিয়াতের যুগে ফেরত যাচ্ছি

  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

৮ মাসে ধর্ষণের শিকার ৮১৩ কন্যা শিশু, এছাড়াও গত ৮ মাসে দেশে ৯ জন অপহরণ, ১৪০ জন পাচারের শিকার ও ১১২ জন কন্যাশিশু যৌন হয়রানির শিকার হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশে এসব তথ্য তুলে ধরেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। রাজনৈতিক ছত্রচ্ছায়া, মাদকাসক্তি, অপসংস্কৃতির ছোবল এক কথায় ধর্ষক হওয়ার মত নষ্ট চরিত্রের বিভিন্ন উপকরণ ও সুযোগ এখন সহজ লভ্য। একটি নারীকে ধর্ষণ যেনো বিনোদনে রুপ পাচ্ছে। ইসলাম ধর্মে বলা হয়েছে একজন মানুষকে হত্যা মানে মানবতাকে হত্যা। আর একজন নারীকে ধর্ষণ করার পর সে জীবিত থাকলেও মানসিকভাবে মৃত হয়ে পড়ে। মানুষ হিসেবে সে খুব কমই স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে আসতে পারে। আর ধর্ষকের মনুষ্যত্যের মৃত্যু তো আগেই হয়ে যায় তা না হলে কিভাবে সে বা পালাক্রমে ধর্ষকরা নারীদের নির্যাতনের এ ঘৃণ্য পথ বেছে নেয়। আমরা নারীর ক্ষমতায়ন চাই, এজন্যে দরকার নারীর সামাজিক নিরাপত্তা। সে যেনো ঘরে ও বাইরে শিক্ষার জন্যে বের হতে পারে। প্রস্ফুটিত ফুলের মতই নিজের বিকাশ ঘটাতে পারে। কোভিড মহামারীর কারণে লকডাউন বা অর্থনৈতিক সংকটের ফলে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার বাল্য বিয়ে ঘটেছে। এর পেছনেও আছে নারীর নিরাপত্তার অভাব। আমাদের মনে ধর্ষক মন সুযোগ পেলেই কেনো নারীর প্রতি সহিংস আচরণ করে এবং ধর্ষণের মত ঘটনা ঘটায় তা নিয়ে মসজিদের খুৎবায় আলোচনা জরুরি হয়ে পড়েছে। কন্যা শিশুদের হত্যা, এসিড নিক্ষেপ, উত্ত্যক্ত ও অবহেলা এভাবে বাড়তে থাকলে তা মহামারীর আকার ধারণ করবে। এথেকে আমি বা আপনার বা যে কারো পরিবার রেহাই পাবে না।

সুপ্রিয় পাঠকের কাছে এ লেখাটি দীর্ঘ হওয়ার কারণে মাফ চেয়ে নিচ্ছি। দেশে ও বিদেশে ধর্ষণ ও নির্যাতন কিভাবে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ঘায়েল করছে তা অবর্ণনীয়। তারপরও বাস্তব পরিস্থিতি অনুধাবন করার জন্যে আপনাদের ধৈর্যসহকারে প্রতিবেদনটি পড়ার সবিনয় অনুরোধ করছি। কারণ সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নারীদের নিরাপত্তা অর্থনৈতিকভাবেও জরুরি। গত ১০ বছরে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্যম আয়ের ৩২টি দেশ নারীদের অনলাইনে আরো বেশি করে সুযোগ করে না দেওয়ায় বিশে^র জিডিপি ১২ হাজার ৬শ কোটি ডলার কম হয়েছে। করোনাভাইরাসের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মেয়ের বাল্যবিয়ে হয়ে যাচ্ছে নিরাপত্তার অভাবেই। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন ও অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেটের এ প্রতিবেদনে আরো বলা হচ্ছে ডিজিটাল বৈষম্যের সৃষ্টি হচ্ছে এবং এর ফলে এত বিশাল পরিমান আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দেশগুলোর সরকারগুলোকে। আগামী ৫ বছরে যদি নারীদের মধ্যে এধরনের বৈষম্য হ্রাস করতে পারে তাহলে দেশগুলোর অর্থনীতিতে ৫২৪ বিলিয়ন ডলার অতিরিক্ত যোগ হবে। কিন্তু মুস্কিল হচ্ছে নারীদের ইন্টারনেট ব্যবহারে বাধা যেমন প্রয়োজনীয় অবকাঠামোয় বিনিয়োগ, স্বচ্ছ লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং নারীদের ডিজিটাল দক্ষতা ও স্বাক্ষরতা বৃদ্ধিতে প্রশিক্ষণ নিশ্চিত করতে নীতিমালা এসব দেশে এখনো প্রণয়ন করা হয়নি। নারী অধিকার প্রচার-প্রসারের পাশাপাশি নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক দিকগুলো নিশ্চিত করা জরুরি। এবং পুরুষদের প্রায় অর্ধেক ইন্টারনেটে যুক্ত হলেও নারীদের বেলায় পরিমাণটা এক-তৃতীয়াংশের কিছু বেশি। ২০১১ সালের পর এ ব্যবধান না কমায় দেশগুলোর সরকার প্রতিবছর ২ হাজার ৪০০ কোটি ডলার কর থেকেও বঞ্চিত হচ্ছে।

প্রিয় পাঠক হয়ত বলবেন ধর্ষণ বা নারী নির্যাতনের মত বিষয়ের সঙ্গে এসব বিষয়ের সম্পর্ক কি বা তা প্রাসঙ্গিক কি না। অবশ্যই এটি একটির সঙ্গে অপরটির সঙ্গে যুক্ত। নারীর ক্ষমতায়ন হলে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে সে নিগৃহীত হওয়া থেকে রক্ষা পায়। পত্রিকার পাতা খুললে আমরা দেখি মা ও মেয়েকে ধর্ষণের মত ঘটনার সংবাদ। ধর্ষণ যে প্রতিহিংসা পরায়ন হয়ে অপরাধীরা পরিকল্পিতভাবে ঘটাচ্ছে এবং এধরনের নিকৃষ্ট অপরাধ সমাজে বাড়ছে তা শুধু সমাজকে কলুষিত করছে তা নয় নারীর অর্থনৈতিক, সামাজিক ক্ষমতায়নে চরম বাধার সৃষ্টি করছে। বিশে^র সবচেয়ে ক্ষমতাধর ও বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে এধরনের নির্যাতন আশঙ্কাজনকহারে বাড়ছে। অন্যান্য দেশের পরিস্থিতি কমবেশি একই রকম। সেক্স ফ্রি বা দুজনের সম্মতিতে যৌনতা, ন্যুড পার্ক, নৈশ ক্লাবের অনাচার, বিকিনি সংস্কৃতি এমন এক ভয়ানক পর্যায়ে চলে গেছে যে মানুষের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি সেক্স ডল ব্যবহার করতে শুরু করেছে। মানুষের প্রতি আত্মিক দরদ, অনুভূতি ভুলে ক্রমশ সে যান্ত্রিক ও পাশবিক হয়ে উঠছে।

ইসলামে বিবাহবহির্ভূত যেকোনো যৌন সঙ্গমই অপরাধ। তাই ধর্ষণও এক প্রকারের ব্যভিচার। অনেক সময় মুক্ত বিবেকের মানুষও বলেন দুজনের সম্মতিতে যৌনতা হলে করার কি আছে। মাই বডি মাই চয়েস এমন স্লোগানও শোনা যায়। কিন্তু প্রলোভন দিয়ে, প্রেমের ভান করে বা সংকটের সময়ে সহায়তার হাত এগিয়ে দিয়ে কৌশলে অনেক নারীর সম্ভ্রম কেড়ে নেওয়া বা শেষ পর্যন্ত তাকে শারীরিকভাবে মিলিত হতে বাধ্য করা হয়। এরপর দুজনের সম্মতি আর টেকে না। এজন্যেই ইসলামি আইন শাস্ত্রে ধর্ষকের শাস্তি ব্যভিচারকারীর শাস্তির অনুরূপ। এমনকি ইসলামি স্কলাররা ধর্ষণের ক্ষেত্রে অতিরিক্ত কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন। ব্যভিচার সুস্পষ্ট হারাম এবং শিরক ও হত্যার পর বৃহত্তম অপরাধ। কোরআনে বলা হয়েছে, ‘আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।’ সূরা আল ইসরা: ৩২

হাদিসে আছে সেই মুসলিম যার হাত অন্যের কোনো ক্ষতি করে না। ইমাম কুরতুবি (রহ.) বলেন, ‘উলামায়ে কেরাম বলেছেন, ‘ব্যভিচার করো না’-এর চেয়ে ‘ব্যভিচারের কাছেও যেয়ো না’ অনেক বেশি কঠোর বাক্য। ’ এর অর্থ যেসব বিষয় ব্যভিচারে ভূমিকা রাখে সেগুলোও হারাম। অনেক সময় নিরীহ ধর্ষিতাকে কঠোর শাস্তি দেওয়া হয়। ধর্ষক নিরাপদে রক্ষা পায়। অথচ হজরত ওয়াইল ইবনে হুজর (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-এর যুগে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে রাসূলুল্লাহ (সা.) তাকে কোনোরূপ শাস্তি দেননি, তবে ধর্ষককে শাস্তি দেন। ’ -ইবনে মাজাহ: ২৫৯৮

এমনকি সরকারি মালিকানাধীন এক গোলাম গণিমতের পঞ্চমাংশে পাওয়া এক দাসির সঙ্গে জবরদস্তি করে ব্যভিচার (ধর্ষণ) করে। এতে তার কুমারিত্ব নষ্ট হয়ে যায়। হজরত উমর (রা.) ওই গোলামকে কশাঘাত করেন এবং নির্বাসন দেন। কিন্তু দাসিটিকে সে বাধ্য করেছিল বলে তাকে কশাঘাত করেননি।’ সহিহ বোখারি: ৬৯৪৯

ইসলামে ব্যভিচারী যদি বিবাহিত হয়, তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। আর যদি অবিবাহিত হয়, তাহলে তাকে প্রকাশ্যে একশ’ দোররা মারা হবে। নারী-পুরুষ উভয়ের জন্য একই শাস্তি। কোরআনে বলা হয়েছে, ‘ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।’ সূরা নূর: ২

ধর্ষণের ক্ষেত্রে দু’টো বিষয় লক্ষ্যণীয়। ১. ব্যভিচার, ২. বলপ্রয়োগ বা ভীতি প্রদর্শন। প্রথমটির জন্য পূর্বোক্ত ব্যভিচারের শাস্তি পাবে। পরেরটির জন্য ইসলামি আইনজ্ঞদের এক অংশ বলেন, মুহারাবার শাস্তি হবে। মুহারাবা হলো, পথে কিংবা অন্যত্র অস্ত্র দেখিয়ে বা অস্ত্র ছাড়া ভীতি প্রদর্শন করে ডাকাতি করা। এতে কেবল সম্পদ ছিনিয়ে নেওয়া হতে পারে, আবার কেবল হত্যা করা হতে পারে। আবার দু’টোই হতে পারে। মালেকি মাজহাবের আইনজ্ঞরা মুহারাবার সংজ্ঞায় সম্ভ্রম লুট করার বিষয়টি যোগ করেছেন। তবে সব ইসলামি স্কলারই মুহারাবাকে পৃথিবীতে অনাচার সৃষ্টি, নিরাপত্তা বিঘ্নিতকরণ ও ত্রাস সৃষ্টি ইত্যাদি অর্থে উল্লেখ করেছেন। মুহারাবার শাস্তি আল্লাহতায়ালা এভাবে উল্লেখ করেছেন, ‘যারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলিতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হলো- তাদের জন্য পার্থিব লাঞ্চনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।’ সূরা মায়েদা: ৩৩

কারণ হাঙ্গামা ও ত্রাস সৃষ্টি করে করা অপরাধের শাস্তি ত্রাস ও হাঙ্গামাহীন অপরাধের শাস্তি থেকে গুরুতর। বাংলাদেশের আইনে ধর্ষণের কারণে মৃত্যু না হলে তার মৃত্যুদণ্ড নেই। কেবল যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। পক্ষান্তরে ইসলামে বিবাহিত কেউ ধর্ষণ বা ব্যভিচার করলে তার শাস্তি পাথর মেরে মৃত্যুদণ্ডের কথা বলেছে। ধর্ষণের সঙ্গে যদি আরও কিছু সংশ্লিষ্ট হয়- যেমন ভিডিওধারণ, ওই ভিডিও প্রচার ইত্যাদি; তাহলে আরও শাস্তি যুক্ত হবে। তবে এসব শাস্তি কেবল রাষ্ট্র বা রাষ্ট্রের অনুমোদনপ্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তর প্রয়োগ করবে, ব্যক্তি পর্যায়ের কেউ নয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com