1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নিরাপদ সড়কের নামে অনিরাপদ রাষ্ট্র নয় - অধ্যক্ষ মো. অাব্দুল মতিন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

নিরাপদ সড়কের নামে অনিরাপদ রাষ্ট্র নয় – অধ্যক্ষ মো. অাব্দুল মতিন

  • Update Time : শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ৫৮০ Time View

নিরাপদ সড়ক সবাই চায়। দেশের সরকার,জনগণ সবাই যখন এ দাবীর প্রতি একাত্মতা পোষণ করেছেন তখন কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক দাবীর ব্যানারের পিছনে কুমতলব বাজদের অনিরাপদ রাষ্ট্র
তৈরীর প্রস্তুতি সপ্রমাণ।
ফেসবুক হয়েছে গুজবের রাজধানী। তাতে সরকার ও রাষ্ট্রবিরোধী লোকদের উপস্থিতি দেশকে অনিরাপদ করে তুলছে। একটি যৌক্তিক দাবীকে সহিংসতা দিয়ে ,উস্কানি দিয়ে দেশের সাধারণ মানুষদের চলাচল বিঘ্নিত করে ইতোমধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত সব অর্জন ম্লান হচ্ছে। কোন মা- বাবা তাঁর সন্তানকে দিয়ে কাপড়খোলা শব্দের ফেস্টুন ব্যবহার করাতে পারে তা অবিশ্বাস্য! অাজ ফেসবুকের সুবাধে তাও দেখতে হচ্ছে। এসব লাই দেয়া সন্তানরা যখন সময় সুযোগে অাপনাকে ধরবে সে দিনের মতো অসহায় অাপনার মতো অার কেউ নয়! রাস্তা- ঘাটে দেশের বিভিন্ন পেশাজীবীদের দাঁড় করিয়ে যেভাবে অপদস্থ করে ভিডিও ধারন করছে সেটা কোন অাইনে ও ক্ষমতা বলে? অভিজাত পরিবারের সন্তান এরা? অভিজাত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী এরা? এর চেয়ে রাখাল ছেলের সুর চিত্তে শান্তি দেয়। অহিংস ভাবে যে দাবী অর্জিত হয়; সহিংসতে ধ্বংস হয় ।কোমল মতি সেজে যারা বিভিন্ন লাইভ দিচ্ছে,সাক্ষাৎকার দিচ্ছে তাদের দিকে তাকালে; তাদের জবানী শুনলে স্পষ্ট সত্য- মিথ্যা বুঝা যায়। অভিজাত প্রতিষ্টানে পড়া অার অভিজাত চিন্তা এক নয়। নিজের পরিবারে অায়, টাকায় কিনা প্রশ্নে,নকল করে পরীক্ষা পাশ করার চিন্তার শুদ্ধিতা প্র্যাকটিস করলেইতো দেশ এমনতিতেই দেশ প্রেমিকে ভরে যাবার কথা।
নিরাপদ সড়ক চাই। অনিরাপদ রাষ্ট্র নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com