1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নির্মম নির্যাতন জগন্নাথপুরে এক ব্যক্তির হাত পা ভেঙ্গে দিয়েছে হামলাকারীরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

নির্মম নির্যাতন জগন্নাথপুরে এক ব্যক্তির হাত পা ভেঙ্গে দিয়েছে হামলাকারীরা

  • Update Time : বুধবার, ২২ জুন, ২০১৬
  • ২৪৭ Time View

স্টাফ রিপোর্টার:: ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রামে এক ব্যক্তিকে মারধর করে হাত পা ভেঙ্গে দিয়েছে ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামির স্বজনরা। এমন অভিযোগ করছেন হামলায় আহত ব্যক্তি। জানা গেছে, কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রামের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সনুয়াখাই গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে সৌদি প্রবাসী আব্দুল মুকিতকে সম্প্রতি পুলিশ সাজাপ্রাপ্ত অাসামি হিসেবে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এরপর থেকে ওই ব্যক্তির স্বজনরা সন্দেহ করতে থাকেন সনুয়াখাই গ্রামের ঠাকুর মিয়ার ছেলে মানিক মিয়া পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। তাই তার স্বজনরা এমন অভিযোগে গত ১৬ জুন বিকেলে জগন্নাথপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খাসিলা ফিসারীর নিকটে পেয়ে ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামির ভাই আকাশ মিয়ার নেতৃত্বে ৪/৫ জন লোক হামলা চালিয়ে মারধর করে হাত পা ভেঙ্গে দেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে এলাকাবাসীর সহযোগীতায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাকালীন সময়ে উন্নত চিকিৎসার কথা বলে হামলাকারী আকাশের লোকজন তাকে অন্য হাসপাতালে ভর্তি করার কথা বলে হাসপাতাল থেকে বের করে এনে বিষয়টি ধামাচাপা দিতে চেষ্ঠা চালান। আহত ব্যক্তি মানিক মিয়া মঙ্গলবার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি অত্যন্ত গরিব ও অসহায় মানুষ। আমাকে মিথ্যা অভিযোগে মারধর করা হয়েছে। এখন পুলিশ আমার মামলা নেয় না। আমি চিকিৎসাও পাচ্ছি না। আহতব্যক্তির স্ত্রী শামীমা বেগম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ এখনো কোন ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার স্বামীকে পুলিশে খবর দিয়ে আসামি দেয়ার মিথ্যা অভিযোগ এনে মারধর করে হাত পা ভেঙ্গে আহত করার ঘটনায় আমি ছেলে মেয়ে নিয়ে অসহায় অবস্থায় দিনযাপন করছি। তিনি আরো অভিযোগ করে বলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও চিকিৎসকরা তার কোন চিকিৎসা করছেন না। তাই তার স্বামী আইনি ও শারিরিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এবিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছুদ্দিন আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,আহত ব্যক্তিকে আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছিলাম। তাই সেখানে চিকিৎসকরা তাকে এক সপ্তাহ পর আবার ওসমানীতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমাদের এখন কিছু করার নেই। তাকে ওসমানী হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে।
এবিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমারা এঘটনার কোন লিখিত অভিযোগ পাইনি। তবে আহত ব্যক্তি আজ থানায় এলে তাকে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্থ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com