1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পাটলী ইউনিয়নে আনারসের চাপে নৌকা ডুবুডুবু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

পাটলী ইউনিয়নে আনারসের চাপে নৌকা ডুবুডুবু

  • Update Time : শনিবার, ২১ মে, ২০১৬
  • ৩১১ Time View

আজিজুর রহমান/আকবর আলী:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের নির্বাচনী হাওয়া বইছে জোরেশোরে। ইউনিয়নের প্রতিটি হাটবাজার হোটেল রেস্তুরা ঘর বাড়ি উঠান বৈঠকে চায়ের দোকানে গভীর রাত অবধি চলছে প্রার্থী সমর্থকদের জোর প্রচারনা। নির্বাচনে ৫জন চেয়ারম্যান প্রার্থী অংশ নিলেও বর্তমানে আলোচনায় রয়েছেন দুই প্রার্থী। এই দুই জন হলেন, আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, ও আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক,বিএনপি প্রার্থী রফিকুর রহমান রফু (ধানের শীষ) ওজাতীয় পার্টির নেতা দবির মিয়া(লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী আশিক মিয়া শিকদার (মোটর সাইকেল)। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থী সমর্থকরা ততই মরিয়া হয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগের দূর্গ হিসেবে পরিচিত এ ইউনিয়নে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আওয়ামীলীগ সর্মথিত প্রার্থী আ্ঙ্গুর মিয়া প্রথমদিকে কিছুটা ভাল অবস্থানে থাকলে সময় যত ঘনিয়ে আসছে ততই তাঁর নৌকায় স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক এর আনারস প্রতীকে বোঝাই হচ্ছে। এই বোঝাইয়ের চাপে নৌকা ডুবুডুবু অবস্থায় এসে দাঁড়িয়েছে বলে ইউনিয়নের সচেতন ভোটাররা মনে করছেন। ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে,বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা নিজের অবস্থান ধরে রাখতে মরিয়া হয়ে জোর প্রচারনা চালাচ্ছেন। গত ৫ বছরের সফল জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজের উন্নয়ন তুলে ধরায় বাড়তি সুবিধা পাচ্ছেন। তাঁর সমর্থকরা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তাকে পূনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়ে ভোটারদের মনজয় করার চ্ঠো করছেন। অপরদিকে সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া অবস্থান ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন। দলীয় প্রতীক পাওয়ায় তিনি বাড়তি সুবিধায় থাকলেও বিগত নির্বাচনের পর থেকে অসুস্থতা জনিত কারণে এলাকায় না থাকায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে তার কিছুটা দূরত্ব দেখা দেয়। যে কারণে অনেক নেতাকর্মীই তাঁর সাথে না থেকে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক এর সাথে রয়েছেন। এছাড়াও এ ইউনিয়নে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী শক্তিশালী অবস্থানে না থাকায় মুল লড়াইয়ে মেতে উঠেছেন দুই আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া। একজন নিজের অবস্থান ধরে রাখাতে এবং অপরজন হারানো অবস্থান ফিরিয়ে আনতে। তবে এই দুই প্রার্থীই হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন। দলীয় নেতাকর্মীরা জানান, তৃনমুল থেকে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল হক এর নাম কেন্দ্রে পাঠানো হলে কেন্দ্র থেকে নাম পরির্বতন করে আঙ্গুর মিয়াকে আওয়ামীলীগের প্রার্থী করায় উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতাথেকে শুরু করে ইউনিয়ন আওয়ামীলীগের কিছুনেতাকর্মীর সহানুভূতি রয়েছে তার প্রতি। যে কারণে ইউনিয়নের অনেক নেতাই প্রকাশ্যে সিরাজুল হক এর সাথে প্রচারনায় রয়েছেন। অপরদিকে ইউনিয়ন আওয়ামীলীড়ের দায়িত্বশীলরা বর্তমান চেয়ারম্যান আঙ্গুর মিয়ার পক্ষে সক্রিয় রয়েছেন। তাঁরা প্রতিদিন সভা,গনসংযোগ করছেন। তাকে নির্বাচনী প্রচারনায় বাড়তি সহযোগীতা করছেন আজিজুস সামাদ ডন ও তাঁর অনুসারীরা। তাঁরা আওয়ামীলীগের নামে প্রতিদিন বিভিন্ন হাটবাজারে গনসংযোগ করে নৌকার পক্ষে ভোট চাইছেন। উপজেলা আওয়ামীলীগের পক্ষেও ধারাবাহিক ইউনিয়নগুলোতে নির্বাচনী সভার অংশ হিসেবে পাটলী ইউনিয়নে সভা করা হয়েছে। নাম প্রকাশে অনচ্ছিুক উপজেলা যুবলীগের এক নেতা বলেন, বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক এর বিগত ৫ বছরের উন্নয়নের কথা পাটলী ইউনিয়নবাসী ভূলতে পারছেন না। তিনি ইউনিয়নকে শহরে রূপান্তরিত করছেন। বদলে দিয়েছেন ইউনিয়নের উন্নয়নের চেহারা তাই ৪৮টি গ্রাম নিয়ে পাটলী ইউনিয়ন অবস্থিত । এ্ইউনিয়নে পুরুষ ভোটার রয়েছেন৬৪৪৭ ও নারী ভোটার রয়েছেন৬৫২৫। নয়টি ওয়ার্ড নিয়ে ইউনিয়নে নির্বাচন হচ্ছে। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি মেম্বার ও মহিলা মেম্বর প্রার্থীরাও জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ১নং ওয়ার্ডে বাবুল মিয়া (টিউবয়েল) ও সিরাজুল আলম (তালা) প্রতীকের মধ্যে মুল লড়াই হবে।২নং ওয়ার্ডে বর্তমান মেম্বার আবুল হাসনাত(ফুটবল) ও তরুণ সমাজকর্মী যুবনেতা ছায়াদুর রহমান(মোরগ) প্রতীকে মুল লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান চেয়ারম্যানকে অনেকটা বেকায়দায় ফেলে দিয়েছে। ৩নং ওয়ার্ডে ছায়াদ মিয়া(ফুটবল) ও জুনাব আলী (মোরগ) প্রতীকে লড়াই হবে। ৪নং ওয়ার্ডে বর্তমান সফল মেম্বার উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম শক্তিশালী প্রার্থী তিনি ফুটবল প্রতীকে লড়ছেন। তার সাথে প্রতিদ্বন্ধীতায় এসেছেন সুরুক মিয়া তালা প্রতীক নিয়ে। তার পিতার স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে নির্বাচনী মাঠে অনেকটা বেকায়দায় রয়েছেন। ফলে বর্তমান মেম্বার ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় পূনরায় নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি তাঁর সমর্থকরা আহ্বান জানাচ্ছেন। ৫নং ওয়ার্ডে জসিম উদ্দিন ফারুক ফুটবল ও ওয়াহিদুর রহমান তালা প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ৬নং ওয়ার্ডে আব্দুল রজ্জাক,ওয়াহিদুর রাজা, জাহাঙ্গীর মিয়া, শাহ মো মুক্তার মিয়ার মধ্যে ত্রিমুখি লড়াই চলছে। ৭নং ওয়ার্ডে কিস্মত আলী,খালিদ হাসান ও জুবের আহমদ ত্রিমুখি লড়াই হবে। ৮নংওয়ার্ডে আবু সাকের তালা) মতিন আহমদ(মোরগ) ও হিরা মিয়া ত্রিমুখি লড়াই অবতীর্ন হয়েছেন। ৯নং ওয়ার্ডে এখলাছুর রহমান(ঘুড়ি) নেছাওর আলী(মোরগ) নেছার আলী (ফুটবল)মানিক মিয়া(টিউবওয়েল) শেখ শিব্বির আহমদ(তালা) প্রতীকে লড়ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com