1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বসন্তের আহবান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

বসন্তের আহবান

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৫ Time View

স্বাগত হে বসন্ত। বসন্ত মানেই জীর্ণ শীতের বিদায় ধ্বনি দিয়ে ফুলে ফুলে সজ্জিত প্রকৃতি। মনে আনন্দ আর নতুনের আহবান। গাছে গাছে নতুন স্নিগ্ধময় কচি পাতার হাল্কা বাতাস যেন মনের মধ্যে আলাদা শিহরণ জাগ্রত করে। এ যেনো নতুন কে বরণের এক বর্ণালী সাজে সাজু সাজু রব উঠে বাংলার মাঠে ঘাটে আর প্রান্তরে। দখিনা বাতাস, কোকিলের মন মাতানো কুহু কুহু ডাক, ঝরা পাতার নিক্কন এ এক প্রকৃতির মিলন মেলা। কবি গুরু রবি ঠাকুর তাই বলেছেন ‘আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়…আহা আজি এ বসন্তে…..
আমাদের ষড়ঋতুর রাজা বসন্ত। কিন্তু জলবায়ুর পরিবর্তনে এখন অনেক সময় দু’মাস অন্তর অন্তর ঋতুর আর পরিবর্তন হয় না, শীত আসতে না আসতে বিদায় নেয়, আবার বর্ষাটি সময়ের তুলনায় স্হায়িত্ব পায়, গ্রীষ্মের গরম মানে না নিয়ম, বসন্ত আসলেও ফুল ফুটতে দেরী হয়। তবুও ঋতুরাজ নিজস্ব মহিমায় রাঙা সাজে সাজে। তাইতো সুভাষ মুখোপধ্যায় লিখেছেন

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত
শান-বাঁধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।
এ বসন্তেই বাংলার কৃষক মাঠে বুনেন তার স্বপ্ন, রোপন করেন নতুন ফসলের চারা। অপেক্ষমাণ থাকেন মাঠভরা ফসল আর নবান্ন উৎসবের।

এ বসন্তেরই ফাল্গুনের ৮ তারিখ বাংলার ছাত্র, শিক্ষক, জনতা বাংলা মায়ের ভাষা রক্ষা জন্য প্রতিবাদী হয়ে জীবন দিয়ে এনেছিল ২১। শহীদ হয়ে ছিলেন সালাম বরকত রফিক জব্বারসহ আরো নাম না জানা অনেক তাজা প্রান। সকল ভাষা শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি। স্মরণে ও মননে থাকে ‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ‘।

প্রতি বছর বসন্ত আসে, আসে ২১, বাসন্তী মেলা, বই মেলা, তরুণী রমনীরা খোঁপায় গাঁথে ফুল, রঙিন শাড়ী পড়ে প্রকৃতি সাজের সাথে তাল মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে,তরুনরা ও নানা রংয়ের পান্জাবী পড়ে বরণ করে ঋতুরাজ বসন্ত কে। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসে বসন্তের অতি অন্তে। ভালবাসার সঠিক মর্মবানী যেন সকলের হ্রদয়কে ছুয়ে যায়। ভালোবাসা স্হাপিত হোক সকল সৎকর্মে, মায়া মমতায়। উজ্জীবিত হোক মন আর মনন। শোভিত হোক ধরণী।

বসন্তের এ আগমন যেন সকলকে নতুনত্ব আর প্রগতির দিকে আহবান করে। মুছে যাক সব গ্লানি আর অশুভ শক্তি হোক নির্মুল। বসন্ত নিয়ে আসুক আনন্দ আর কোলাহল গ্রাম, গন্জে , শহরে প্রান্তরে। প্রকৃতির নতুন রুপের মতো আমাদের সবার জীবন হোক সুখময় আর শান্তির।

লেখক-মো: রবিউল আলম।

প্রাক্তন শিক্ষার্থী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

হবিবপুর, শাহপুর, জগন্নাথপুর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com