1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বাংলা সাহিত্যের কিংবদন্তী কথাশিল্পী হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সামাজিক ও মানবতার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ জগন্নাথপুরে মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে জানলেন তিনি মৃত! তাহিরপুরে কাল ভোট, ভোটের হিসেব-নিকেশে নিরব এলাকা রবীন্দ্র সঙ্গীতে জাতীয় পর্যায়ে বিজয়ী জগন্নাথপুরের পূর্বা দে জগন্নাথপুরে বিট পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিধ্বস্ত হেলিকপ্টার পুড়ে গেল, ইরানের প্রেসিডন্টসহ কোন আরোহী বেঁচে নেই জগন্নাথপুরে এনসিসি ব্যাংকের ৩১ বছর পূর্তি উৎসব উদযাপন  হেলিকপ্টার দুর্ঘটনার পর খোঁজ পাওয়া যায়নি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কিরগিজস্তানে সহিংসতা: পরীক্ষা না দিয়েই ফিরতে চান বাংলাদেশিরা মানুষের প্রয়োজন পূরণে আল্লাহর সহায়তা

বাংলা সাহিত্যের কিংবদন্তী কথাশিল্পী হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৬৩৩ Time View

জগন্নাখপুর টুয়েন্টিফোর ডেস্ক::
“বাবা জেগে উঠলেন, মা জাগলেন, ভাইবোনরা জাগল। বাবা আমার গায়ে হাত বুলাতে বুলাতে বললেন, জোছনার আলো ঘরের ভেন্টিলেটর দিয়ে মশারীর গায়ে পড়েছে। ভেন্টিলেটরটা ফুলের মত নকশা কাটা। কাজেই তোমার কাছে মনে হচ্ছে মশারীর ভেতর আলোর ফুল। ভয়ের কিছু নেই, হাত বাড়িয়ে ফুলটা ধর।

আমি হাত বাড়াতেই সেই আলোর ফুল আমার হাতে উঠে এল কিন্তু ধরা পড়ল না। বাকি রাতটা আমার নির্ঘুম কাটল। কতবার সেই ফুল ধরতে চেষ্ঠা করলাম – পারলাম না। সৌন্দর্যকে ধরতে না পারার বেদনায় কাটল আমার শৈশব, কৈশোর ও যৌবন। আমি জানি সম্ভব না, তবু এখনও চেষ্ঠা করে যাচ্ছি, যদি একবার জোছনার ফুল ধরতে পারি – মাত্র একবার। এই পৃথিবীর কাছে আমার এর চেয়ে বেশী কিছু চাইবার নেই।”

তিনি জোৎস্নাকে ভালবাসতেন। ভালবাসতেন ঝুম বর্ষাকে। এযুগের যান্ত্রিক তরুণরা হিমুর মত বৃষ্টিতে ভিজতে শিখেছিল। কিংবা ভরা জোৎস্নায় একা একা বেড়িয়ে পড়া শহরের পথে। তিনি ছিলেন একজন স্রষ্টা। হিমু, মিসির আলী, বাকের ভাই, মতি মিয়া কিংবা শহরের বাসাবাড়ির কাজের বুয়া জমিলার মা চরিত্রগুলোর স্রষ্টা। তিনি ‘জোৎস্না ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’ কিংবা ‘দেয়াল’-এর মত অসাধারণ সব উপন্যাসের স্রষ্টা। বাংলা সাহিত্যের সেই প্রবাদপুরুষ হুমায়ুন আহমেদের প্রায়াণ দিবস আজ।

বাংলা সাহিত্যের এই কিংবদন্তী কথাশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালে ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার ও গীতিকার। আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ বলা হয় তাকে। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।

আমৃত্যু তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। হুমায়ুন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকটির কথা এখনও মানুষের মুখে মুখে ফিরে। নাটকের শেষ পর্ব প্রচারিত হচ্ছে। বাকের ভাই (আসাদুজ্জামান নূর)-এর ফাঁসি কার্যকর হয়েছে। ফজরের আযান বাজছে ব্যাকগ্রাউন্ডে। পৃথিবীতে বাকেরের আপনজন বলতে কেউ নেই। বাকেরের লাশ নিয়েও তাই কারো মাথা ব্যাথা নেই। শুধু মুনা নামে একটা পাগল মেয়ে আছে যে পাগল মাস্তান বাকেরকে ভালোবেসে ফেলেছিল। এর আগে সৃষ্টি হয়েছিল বাংলা নাটকের এক অনন্য ইতিহাস। নাটকের কল্পিত চরিত্র বাকের ভাইয়ের ফাঁসি বন্ধ করার জন্য ঢাকা শহরে মিছিল হয়েছিল। কিন্তু হুমায়ুন আহমেদ তার অবস্থান থেকে এতটুকুও সরেননি। এ থেকেই বোঝা যায়, তার জনপ্রিয়তা কোন পর্যায়ে ছিল।

লেখালেখি ও চলচ্চিত্রের নেশায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে দিয়েছিলেন। হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্রগুলো তুমুল দর্শকপ্রিয়তা পায়। তার নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো : ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘ঘেঁটুপুত্র কমলা’ ইত্যাদি। সংখ্যায় বেশি না হলেও তার রচিত অসাধারণ কিছু গান জনপ্রিয়তা লাভ করে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই। ২০১১ সালে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। দেশ ও দেশের বাইরে অনেক চিকিৎসার পরেও ২০১২ সালের ১৯ জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তলোকে যাত্রা করেন হুমায়ুন আহমেদ। তার নিজের হাতে তৈরি নন্দনকানন নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শুয়ে আছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com