1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রানীগঞ্জে আওয়ামীলীগের প্রথম নির্বাচনী কর্মী সভা, তোপের মুখে নৌকার প্রার্থী, অবশেষে ঐক্যের ঘোষনা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

রানীগঞ্জে আওয়ামীলীগের প্রথম নির্বাচনী কর্মী সভা, তোপের মুখে নৌকার প্রার্থী, অবশেষে ঐক্যের ঘোষনা

  • Update Time : রবিবার, ৮ মে, ২০১৬
  • ২২০ Time View

স্টাফ রির্পোটার :: ইউনিয়ন নির্বাচন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম রানার মনোনয়ন প্রাপ্তিকে কেন্দ্র করে বহুধা বিভক্ত আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন প্রথমবারের মতো কর্মী সভায় মিলিত হয়। রোববার বিকেলে রানীগঞ্জ বাজারে দলীয় কার্য্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ছদরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তার উপস্থিতিতে তৃনমূলের নেতাকর্মীদের মতামত তোয়াক্কা না করে কেন্দ্র থেকে মনোনয়ন প্রদান করায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম রানার প্রতি তীব্র ক্ষোভ ও অসন্তুুষ্টি প্রকাশ করা হয়। নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভার প্রধান অতিথি সকল নেতাকর্মীদের দলীয় সিন্ধান্তের প্রতি সম্মান প্রর্দশন করে নৌকার বিজয় চিশ্চিত করার জন্য সকলকে দ্বিধা-দ্বন্ধ পরিহার করার আহবান জানান। তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক, নৌকার বিজয়ের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারিদের রাজনৈতিক কর্তব্য নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করা। তিনি আওয়ামীলীগ মনোণিত প্রার্থীকে নেতাকর্মীদের আস্থা অর্জন করে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে নির্বাচন পরিচালনার আহবান জানান। সভায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী ও অপর মনোনয়ন প্রত্যাশী সাধারন সম্পাদক ছদরুল ইসলাম মনোনয়ন না পাওয়ায় অসšু‘টি প্রকাশ করলেও দলীয় সভা নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করে নৌকার পক্ষে প্রচারনায় অংশ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আওয়ামীলীগ মনোণিত প্রার্থী শহিদুল ইসলাম রানা বলেন, আমি রাজনৈতিক কর্মী হিসেবে সক্রিয় না হলেও ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসী। বঙ্গবন্ধুর প্রতিক নৌকার সম্মান রক্ষায় আওয়ামীলীগের দীর্ঘদিনের অভিজ্ঞ ও পরিক্ষিত নেতাকর্মীদের সহযোগিতা পেলে অবশ্যই নেতাকর্মীদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা অঠুট থাকবে। তিনি সকলের সার্বিক সহযোহিতা কামনা করেন। সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন সম্পাদক এডভোকেট আব্দুল ওদুদ, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগ নেতা আনফর উল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের মজনু, আওয়ামীলীগ নেতা মন্তোষ দেব, শাহেদ আলী সরকার, শাহীন আহমদ তালুকদার, আব্দুস সাত্তার, আব্দুস সালাম, আলতাবুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, হুমায়ুন আহমদ তালুকদার, যুবলীগ নেতা রমজান ছানা, কবির আহমদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি নাজমুল হক মেম্বার, ওয়ার্ড যুবলীগ নেতা মাহবুব হোসেন মিঠু, বাচ্চু মিয়া, রাসেন্দ্র দাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক মোতাহার আলী নুনু, মৎস্যজীব লীগ নেতা আলাল মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু, সহ-সভাপতি মাহমুদুল হাসান হিবলু, কাসেম আলী, সাধারন সম্পাদক ইসলাম আলী, ওয়ার্ড ছাত্রলীগ নেতা রিপন মিয়া, কামাল আহমদ প্রমুখ। সভার শেষ পর্যায়ে সকল ক্ষোভ বিক্ষোভ প্রশমন করে নৌকার পক্ষে উপস্থিত সকল নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষনা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com