1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সৌদিতে ব্রাজিলিয়ানদের বাজার গরম - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৫ মে ২০২৪, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:

সৌদিতে ব্রাজিলিয়ানদের বাজার গরম

  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১১৪ Time View
CORRECTION / TOPSHOT - In this handout picture released by the Saudi Al-Hilal football club on August 15, 2023, Brazilian forward Neymar (L) poses for a picture with Hilal President Fahad bin Nafel in Paris. Brazil forward Neymar has signed for Saudi Arabia's Al-Hilal from Paris Saint-Germain, the clubs announced today, joining Cristiano Ronaldo and Karim Benzema as the latest big name lured to the oil-rich Gulf state. (Photo by Saudi Pro League / AFP) / “The erroneous mention[s] appearing in the metadata of this photo by - has been modified in AFP systems in the following manner: [in Paris] instead of [in Riyadh]. Please immediately remove the erroneous mention[s] from all your online services and delete it (them) from your servers. If you have been authorized by AFP to distribute it (them) to third parties, please ensure that the same actions are carried out by them. Failure to promptly comply with these instructions will entail liability on your part for any continued or post notification usage. Therefore we thank you very much for all your attention and prompt action. We are sorry for the inconvenience this notification may cause and remain at your disposal for any further information you may require.”

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বজুড়েই ব্রাজিলিয়ান ফুটবলারদের কদর। সেটা ইউরোপ হোক কিংবা আমেরিকা। এশিয়ায়ও দিন দিন বাড়ছে দেশটির ফুটবলারের সংখ্যা। যার কেন্দ্রে এখন সৌদির প্রো লিগ। হয়তো এতদিন কেউ সেভাবে নজর দেয়নি বলে আড়ালেই ছিল প্রতিযোগিতাটি। এখন একের পর এক তারকা সৌদিতে পাড়ি জমানোর কারণে বাধ্য হয়েই সেদিকের খোঁজখবর রাখতে হচ্ছে ফুটবলপ্রেমীদের। সবচেয়ে বেশি খোঁজ রাখতে হয় ব্রাজিলিয়ানদের। কারণ, ভিনদেশি কোটায় যারা দেশটির ১৮টি ক্লাব মাতাচ্ছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্রাজিলের খেলোয়াড়।
সব মিলিয়ে এখন ৫২৪ ফুটবলার আছেন প্রো লিগে। যার মধ্যে ১৪৫ জন বিদেশি। সেখানে সবচেয়ে বেশি ২৮ জন ব্রাজিলের। সর্বশেষ যে তালিকায় নাম ওঠান দলটির প্রাণভোমরা নেইমার। তিনিই এখন প্রো লিগের সবচেয়ে দামি। যার বাজামূল্য ১০০ মিলিয়ন ইউরো। অবশ্য এতদিন ব্রাজিলের তারকা খেলোয়াড়দের সৌদিতে দেখা যায়নি।
এবার এক গ্রীষ্মেই সেখানে পা রাখলেন ১১ জন, যার মধ্যে পাঁচ থেকে ছয়জন আছেন তারকাই। কেবল ২০২৩-২৪ মৌসুমের হিসাবে নয়, প্রো লিগের ইতিহাস বলছে, সর্বাধিক সংখ্যক ব্রাজিলিয়ান সৌদি লিগে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। যে সংখ্যাটা এখন ২৫০ এর ঘরে। যার ধারেকাছে নেই অন্য কোনো দেশ। দ্বিতীয় সবচেয়ে বেশি ভিনদেশি খেলেছে মরক্কোর। তাও ব্রাজিলের অর্ধেকেরও অনেক কম।

সৌদিতে ব্রাজিলিয়ানদের চাহিদা সামনে আরও বাড়তে পারে। এর পেছনে মূল কারণটা বড় দু’জন তারকা দেশটির লিগে নাম উঠিয়েছেন। একজন নেইমার, আরেকজন ফিরমিনো। একটা সময় লিভারপুলের অন্যতম গোল মেশিন ছিলেন ফিরমিনো। অল রেডসদের বর্ণিল সময়ে তিনিও হয়েছিলেন সারথি। আক্রমণভাগের গতিময় এক তারকা। শেষ কয়েক বছর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। গুঞ্জন আছে, বর্তমান কোচ ইয়ুর্গেন ক্লপ ফিরমিনোর প্রতিভাকে নষ্ট করে ফেলেছেন। মৌসুমের পর মৌসুম তাঁকে বদলি খেলোয়াড় হিসেবে নামিয়েছিলেন এই জার্মান বস। যে কারণে আগের ছন্দটা হারিয়ে ফেলেন এই ব্রাজিলিয়ান।

শেষ পর্যন্ত তো চোখের জলে বিদায় নিতে হয়েছে লিভারপুল থেকে। সৌদিতে এসে অবশ্য খারাপ নেই। আল আহলির হয়ে প্রথম ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। ক্লাবটিতে ফিরমিনো ছাড়াও আরও দুজন ব্রাজিলিয়ান আছেন। একজন রজার ইবানেজ। রোমা থেকে এসেছেন জাতীয় দলে দুই ম্যাচ খেলা মাত্র ২৪ বছরের এই ডিফেন্ডার। এছাড়া তুরস্কের সুপার লিগ থেকে তাঁকে এনেছিল আল আহলি, সেন্টার ফরোয়ার্ডে খেলা মারকাও অবশ্য বেশিদিন সৌদিতে থাকবেন না। এই বছরের ডিসেম্বরে তাঁর লোনের সময় শেষ হয়ে যাবে। এর পর হয়তো নতুন কোনো ঠিকানা খুঁজে নেবেন।

তবে ব্রাজিলিয়ানদের এখন সব আশা-ভরসা নেইমারকে ঘিরে। যদিও তাঁর সৌদি যাত্রায় অনেকে নাখোশ। ৩১ বছরেই ইউরোপ ছেড়ে সৌদিতে কেন গেলেন– এমন প্রশ্ন গত ক’দিন ধরে শোনা যাচ্ছে। এর মধ্যে আল হিলাল নেইমারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে তাঁকে নিজেদের বলেও ঘোষণা দিয়েছে। শনিবার এ লিগে অভিষেক হতে পারে তাঁর।

সাবেক এই পিএসজি তারকাও খুশি নতুন ক্লাব নিয়ে। নতুন গন্তব্যে নিজের প্রথম সংবাদ সম্মেলনে শুনিয়েছেন আশার বাণী। নতুন করে একটা কথা শোনা যাচ্ছে, নেইমার তাঁর চুক্তিতে এমন কোনো শর্ত রেখেছেন, যেন এক বছর পরও সৌদি ছাড়তে পারেন তিনি। সেটা সত্য না হলেও ২০২৫ সালের পর আবার ইউরোপে ফিরতে পারবেন। সে পর্যন্ত তাঁর ধারটা থাকবে কিনা, সেটাও দেখার বিষয়।

এদিকে পুরো সেপ্টেম্বর খোলা থাকবে গ্রীষ্মের দল বদলের উইন্ডো। তাই নেইমার যাওয়ার পর বেশ কয়েকজন ব্রাজিলিয়ান সৌদির ক্লাবগুলোতে যোগ দিতে পারেন। সে ক্ষেত্রে ২৮ সংখ্যাটা বেড়ে ৩৫ থেকে ৩৬ও হতে পারে। আল নাসর তো লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকারের দিকে সূক্ষ্মভাবে নজর রাখছে। তারা বেকারকে আনতে চায় সৌদিতে। সেজন্য মোটা অঙ্কের বেতনও দিতে প্রস্তুত ক্লাবটি। নেইমার যাওয়ায় আল নাসরকে বেকারের হ্যাঁ বলার সম্ভাবনাও বেড়ে গেল। তেমনটা হলে সামনের মৌসুমগুলোতে সৌদিতে ব্রাজিলিয়ানদের বাজার আরও জমজমাট হয়ে উঠবে।সমকাল

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com