1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হাওরাঞ্চলে সুদের টাকায় ধান কাটাচ্ছেন কৃষকরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জে বিএনপির তিন প্রার্থী বহিষ্কার সৃষ্টিজগতে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত গুচ্ছ ভর্তি: তিন ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৯ হাজার ভর্তিচ্ছুক ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাগ সংবরণে নবীজির পরামর্শ মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর রায় জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ

হাওরাঞ্চলে সুদের টাকায় ধান কাটাচ্ছেন কৃষকরা

  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৭৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হাওরাঞ্চলে দাদন ব্যবসায়ীদের টাকায় ধান কাটাচ্ছেন কৃষকরা। ধানে চিটা বেশি হওয়ায় শ্রমিকরা ভাগে (ভাগালোতে) এবার ধান কাটছেন না। নগদ টাকা ছাড়া শ্রমিকদের জমিতেই নামানো যাচ্ছে না। এই অবস্থায় কৃষকরা প্রতিমণ শুকনা ধান দেবার শর্তে ৪০০ টাকা করে নিচ্ছেন দাদন ব্যবসায়ীদের কাছ থেকে। প্রতি কেয়ার ধান কাটানোর জন্য শ্রমিকদের দিতে হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকা। এই সংকট হাওরজুড়েই।
শাল্লার মৌরাপুর গ্রামের কৃষক জহর লাল দাস বলেন,‘আমার এক হাল (চার একর বা ১২কেয়ার) জমি আছে, সব জমি নিজেরা কাটা কোনভাবেই সম্ভব নয়। চার কেয়ার জমি শ্রমিকদের দিয়ে কাটানো শুরু করেছি। এজন্য সোমবার প্রতি হাজার টাকায় আড়াই মণ শুকনা ধান দেবার শর্তে এক ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা এনেছি। ব্যাপারীদের (ধান কাটা শ্রমিক) সঙ্গে চুক্তি হয়েছে ২০০০ টাকা কেয়ার ধান কেটে জমি থেকে সামান্য দূরে রেখে যাবেন তারা।’
জহর লাল দাস বলেন,‘কেবল আমি নয়, শাল্লায় এমনও কৃষক আছে, ব্যাপারি’র টাকা দেবার জন্য ৩৫০ টাকা মণে আগাম ধান বিক্রি করছে।’
শাল্লা প্রেসক্লাবের সভাপতি পিসি দাস বলেন,‘এই অবস্থা চলতে থাকলে এবং ধানের দাম না বাড়লে কৃষকরা বোরো চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলবে। অপেক্ষাকৃত উঁচু জমিতে মানুষ রবি শস্যের চাষাবাদ করবে।’
পিসি দাস জানালেন,‘আগাম চাষাবাদ এবং প্রকৃতির বৈরিতার কারণে ব্রি ২৮ জাতের ধান প্রতি কেয়ারে ৫ থেকে ৮ মণের বেশি হচ্ছে না। এই অবস্থায় কৃষক বাঁচবে কীভাবে।’
মধ্যনগরের সাড়ারকোণার কৃষক অজিৎ সরকার বলেন,‘ব্যাপারীরা এবার পাঁচের এক, বা চারের এক ভাগে ধান কাটছে না। ব্রি ২৮ ধান এমনকি আগাম চাস করা ব্রি ২৯ ধানও প্রতি কেয়ারে ( ৩ কেয়ারে ১ একর) ৫ থেকে ৮ মণের বেশি পাচ্ছেন না কৃষকরা। অথচ ধান কাটানোর জন্য প্রতি কেয়ারে ২০০০ থেকে ২২০০ টাকা দিতে হচ্ছে। ব্যাপারীদের নগদ টাকা দিতে হলে, হয় ধান আগাম বিক্রি করে টাকা আনতে হচ্ছে, না হয় গরু বিক্রি করতে হচ্ছে কৃষকদের।’ অজিৎ সরকার জানালেন, ধান ঘরে তুলে আনার পরও শান্তি নাই। বিক্রি করতে চাইলে ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা মণের উপরে পাওয়া যাবে না। সরকারি খাদ্য গোদামে সামান্য পরিমাণে ধান কিনলেও কৃষকরা ওখানে ধান বিক্রি করতে পারে না। কৃষকদের নামে ধান বিক্রি করে নেতারা (সরকার দলীয় নেতারা)।’
জেলার সবচেয়ে বড় ধানের আড়ৎ মধ্যনগরবাজার। এই বাজারের ধান আড়ৎদার সমিতির সভাপতি জ্যোতির্ময় রায় বলেন,‘আমরা আগাম টাকা দিয়ে কোন ধান কিনছি না। কৃষকরা শুকনো ধান নিয়ে আসলে ৫৮০ থেকে ৬০০ টাকা মণে কিনছি।’ তিনি জানালেন, কৃষকরা দিশেহারা, ফলন কম, ধানে দাম নেই। এজন্য আড়তে বিক্রেতাও কম।’
সুনামগঞ্জ জেলা সিপিবি’র সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার বলেন,‘কৃষকদের নানা দিকেই লুট করা হচ্ছে। অগ্রিম ৪০০ টাকা মণে ধান বিক্রি করে প্রতি কেয়ার ২০০০ টাকায় কাটানো হচ্ছে। আবার ট্রলি দিয়ে ধান বাড়ীতে নিতে হলে প্রতি কেয়ারে এক থেকে দেড় মণ ধান দিতে হবে। এরপর কৃষকরা ধান খাদ্য গোদামে নিয়ে গেলে বলা হবে চিটা, কম শুকনা
ইত্যাদি, শেষে বাধ্য হয়ে ৫০০ থেকে ৫৫০ টাকা মণে আড়ৎদারদের কাছে ধান বিক্রি করবে কৃষক। অর্থাৎ যে যেভাবে পারছে কৃষকদের লুট করছে।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা জানালেন, সারাদেশের বিভিন্ন ক্রয় কেন্দ্র থেকে সরকার এবার দেড় লাখ মে.টন ধান কিনবে। প্রতি কেজি ধান কেনা হবে ২৬ টাকা অর্থাৎ প্রতি মণ ধান ১০৪০ টাকা কেনা হবে। চাল আতব ৩৫ টাকা এবং সিদ্ধ কেনা হবে ৩৬ টাকা কেজিতে। সুনামগঞ্জে কত মে.টন ধান চাল কেনা হবে তা এখনো নির্ধারণ হয়নি।
প্রসঙ্গত. সুনামগঞ্জে এবার বোরো ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ১৭ হাজার ৪৩৫ হেক্টর জমিতে, আবাদ হয়েছে দুই লাখ ২৪ হাজার ৪০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৭৫ হাজার মে.টন বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বশির আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com