1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হে পিতা, আজও ভোগ করিনি স্বাধীনতা-মমিনুল হাসান চৌঃ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু নলুয়া হাওরে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

হে পিতা, আজও ভোগ করিনি স্বাধীনতা-মমিনুল হাসান চৌঃ

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৫৭ Time View

কবিতা –

স্বাধীনতা, কে শুনবে তোমার কবিতা মনের এই
আর্তনাদ? কে? কে খুঁজবে তোমার ব্যস্ত জীবনের
ভাঁজেভাঁজে সোনালী দিনের স্বপ্ন দেখার চোখ? কে
গড়বে আঁধার পেরুনো সোনালী প্রভাতের চোখে
একটি স্বপ্নময়ী দেশ? যে দেশে সুন্দর মানুষের
পুঁজে আজ রাতের উঠুনেও জমার কথাছিলো
তারার আসর, অশুভকে মনের আড়চোখে ফেলে
বুকে গড়ে তোলার কথাছিলো ঘৃণার পাহাড়।
অসৎকে ধিক্কার দেবার কথাছিলো জন্মভূমির
যতো প্রেমিকের, মানবতা হবার কথাছিলো শান্তির
অগ্রদূত। স্বাধীনতা,আমার-না খুব ইচ্ছে হয় মানুষে
মানুষে মিশে সবুজ প্রকৃতির অভয়ারণ্যে ফুলের
ঘ্রাণ ভরা বাতাসে মুক্ত পাখিদের মত ডানা মেলে
নিঃস্বাধীন মনে উড়তে।

স্বাধীনতা, একাত্তরের পূর্বে-তো পাকহায়নারা
জোঁকের মত বাঙালির রক্ত চুষে খেতো,অধিকার
কেড়ে নিতো, কর্মের ফসল সব ওরা কেড়ে নিয়ে
যেতো; ক্ষিধার তাড়নায় থালা হাতে যখন পশ্চিমা
জানালায় বারেবারে উঁকি দিতাম, ওরা তখন পূবের
দুয়ার খুলে একমুঠো স্বাধীনতা ধিক্কার সাথে
আমাদের ভিক্ষা দিতো। পুবের বাতাসেও যেনো
আমাদের উদাম শরীরের ঘামটা চুষে খেতো ওরা।

স্বাধীনতা, যখন মহাবীর এলো মুখে বুলেটের ধ্বনি
নিয়ে, বজ্রকণ্ঠে ৭ই মার্চ জনজোয়ারের পল্টন
থেকে স্বাধীনতার ডাক এলো, তখন আমাদের
মতই-তো ত্রিশলাখ দেশপ্রেমিক একফালি
স্বাধীনতার জন্যে জীবন বাজি রেখেছিলো। যখন
আমাদের মাতৃভূমি তারই বুকে দুই লক্ষবার ধর্ষিতা
হলো, তখন এই দেশটা-না স্বাধীন হলো ঠিক,
কিন্তু হায়নার বিষাক্ত বীয থেকে তখন যে গণ-
তন্ত্রের আতুর ঘরে দুই লক্ষ বীরাঙ্গনার জরায়ূ
ছিঁড়ে ত্রিশলাখ শহীদের পবিত্র বুকে ফুটি দিয়ে
বেরিয়েছিলো ঘুষ আর দুর্নীতির ব্রুণ, আজও-না
সেই একেকটা বিষাক্ত ব্রুণ পঁচাত্তরের বুকে শিকড়
পুঁতে’ দেশের মাটি আর মানুষের অধিকার খেয়ে
রিষ্টপুষ্ট হয়।আজও আমাদের মত দেশপ্রেমিকেরা
শুঁকি বিষাক্ত অক্সিজেন,সেই অক্সিজেন সেঁকেও
আমরা পাইনা স্বাধীনভাবে বাঁচার একটু সুখ শান্তি
আর নিরাপদ জীবন। জানো স্বাধীনতা,প্রতিনিয়ত
বুকের কথা বুকে চাপিয়ে নিঃশব্দে ফেলতে হয়
দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস।

স্বাধীনতা, এই দেশটা-না স্বাধীন হয়েছিলো কবে
সেই একাত্তরে। স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর চলে
গেলো,সেই যে লাল সবুজের পতাকা মুক্ত হাওয়ায়
উড়তে দেখেছিলাম আজও উড়ছে ঠিক এমনই।
কিন্তু আমরা কি এখনো স্বাধীনতা স্বাধীনভাবে
ভোগ করতে পারছি?গণতন্ত্রের পালাবদলে লুটপাট
হলো সাধারণ মানুষের মৌলিক অধিকারটুকুও।
শহরের এলোপাতাড়ি পাপের অট্রালিকা আর
বিলাশি জীবনের যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা
অন্ন খুঁজে ফেরা মধ্যবিত্তের সাধাসিধে জীবনের
চাপা কান্নাও বেওয়ারিশ লাশ হতে দেখি।স্বাধীনতা,
‘অসহায় দুস্ত পরিবার’ নদী আর হাওরের তীরে
বাণবাসী মানুষের বিপন্ন জীবনজীবিকা আজও
দেখি দুর্নীতির বাঁধভাঙা জলে ভেসে যেতে।সেখানে
দেখি ভাটির জলমালও ইজারা নিয়ে নেয়
উজানের জলদস্যুরা।সেই জলদস্যুরা যখন ঢেউ
সেঁকে চানুপুঁটি কুড়ানো অনাহারি শিশু কিশোরের
হাত থেকে কেড়ে নেয় কাঁচা শালূক, স্বাধীনতা,
তখনও বসতভিটের পিঠ চাপটে মারতে দেখি
ঢেউয়ের চাবুক।

হে স্বাধীনতা, বছরের পর বছর ধরে দেশ-উন্নয়নের
কথা বলে বলে ঘামঝরা মানুষের রক্ত চুষে নিয়ে
ওরা বড় বড় বাজেট বানায়, দেশ-উন্নয়ন খাতের
এই বাজেটকে নর্তকী বানিয়ে ওঁরা সংসদে যখন
পালা গানের যাত্রা জমায়, তখন যেনো নীতি আর
কীর্তির ফুল ছিটিয়ে কৌশলের সকল পর্দা
ফেলে চক্রের কালো হাতে ভাগিয়ে নেওয়া হয়
বাজেট নামের নর্তকীকে। জানো স্বাধীনতা,এরপর
থেকে নর্তকীর উপর চলে উঁচু থেকে নিচু তলার
পালাধর্ষণ।তিনশত পয়ষট্টি দিন পার হয়,নর্তকীর
রক্তস্রাবে লাল হয় এ মাটির বুক। স্বাধীনতা, ঘুষ
দুর্নীতির সিঁড়ি বেয়ে বেয়ে ক্ষয়ে যায় উন্নয়ণের পা,
অতঃপর খোসা উঠে, স্বাধীন মাটিতে পঙ্গুর হয়ে
লেপ্টে পড়ে রয় জাতির পিতার সোনার বাংলা
গড়ার শৈশব স্বপ্ন, সেই শৈশব স্বপ্ন আজ ঊন-
পঞ্চাশ বছর পেরিয়ে বার্ধক্যে এসে দাঁড়িয়েও ঘুষ
দুর্নীতির দংশনে কাতরায়।

স্বাধীনতা, পঁচাত্তরের পর থেকে স্বাধীন এই দেশটা
আজও যেমন স্বাধীনতা ভোগ করতে পারেনি ঠিক
আমিও না। ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভরে উঠা
সাগরের জলে ক্ষমতা লোভী হাঙরেরা যখন
শিকারের ফাঁদ পাতলো,খেয়ে নিলো ইতিহাসের
গৌরব, তখন রক্তলাল সাগরটা একদম নীরব
ছিলো, কোনো ঢেউ উঠেনি। জলের স্রোত আর বাতাসের কানে ছড়িয়ে জিইয়ে রেখেছিলো
ওরা গুজবের প্রাণ। আঁধারের সিঁড়ি বেয়ে যখন
ওরা স্বাধীনতার মহানায়কের প্রাণ কেড়ে নিলো,
না দিলো কেউ আন্দোলনের ডাক, না দিলো
প্রতিবাদে কেউ রাজপথে প্রাণ। স্বাধীন বাংলার
বুকে বুলেট মেরে অতঃপর পিতাহীন নৈরাজ্য
বানালো ওরা।হে পিতা, তোমার অর্জিত স্বাধীনতা
ওরা একদল জোয়ারের মতো মরুর বুকটাও
চেটেপুটে খেলো। এখন তোমার গায়ের কালো
কোট পড়ে, কেউ তোমার ছবি টাঙিয়ে, কেউ-বা
আবার তোমার মুখের নীতিবুলি ছুঁড়ে ত্রিশলক্ষ
শহীদের পঁচা লাশ রক্তভেজা মাটি আর চাল ঘম
আঁটা খেয়ে খেয়ে গদির আটা বনে গেছে।

জানো স্বাধীনতা, আজ নাকি ওরা মানুষ খাবে।
হলুদ খামের ভেতর চড়া দামে বিক্রি হয় তাঁদের
কালো মুখোশ। কাগজে পড়ে রয় শুধু উন্নয়নের
খসরা। আমরা শুধু দেখছি নিত্য আঁকা হয় রঙিন
পেন্সিলে উন্নয়ণের মানচিত্র।স্বাধীনতা, কে দেখবে
তোমার বুকে ধূলো খেয়ে বাঁচা সাধারণ মানুষের
জরাজীর্ণ জীবন? এখানে ভাঙা রাস্তাঘাটের
লালকালো কংক্রিটের ফাঁকেফাঁকে ওঁত পেতে রয়
চোরাবালি?সেই চোরাবালিও চুষে নেয় এক-
তৃতীয়াংশ পথিকের ফেলে যাওয়া ঘৃণা।

স্বাধীনতা,তোমার গর্ভে স্বাধীন মাতৃভূমি তার গর্ভে
আমি জন্মেছি বলে এ কি মোর অপরাধ?
আমাদের স্বাধীনতা নেই, সৃজনশীল বাঙালি হয়ে
নিঃস্বার্থে স্বদেশ এবং মানুষের কল্যাণে নিজেকে
বিলাবো তারও সুযোগ নেই, নেই জীবনের
নিরাপত্তা। চারপাশে তাকালে দেখি ওরা ওঁত পেতে
আছে হায়নার দোসর কিংবা শকুনের দল। ।
________________________________[অসমাপ্ত]

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com