1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রাজাকার সাকা ও মুজাহিদ এর যত দম্ভোক্তি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

রাজাকার সাকা ও মুজাহিদ এর যত দম্ভোক্তি

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ৪১২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::
মানবতাবিরোধী অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় দুজনই অবস্থান নিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হয়ে মুক্তিকামী বাঙালির ওপর চালিয়েছেন নৃশংস-লোমহর্ষক হত্যা-নির্যাতন। অথচ স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে তারাই যুদ্ধাপরাধের বিচার নিয়ে নানা ‘দম্ভপূর্ণ’ বক্তব্য দিয়েছেন। শীর্ষ এ দুই অপরাধী কটূক্তি করেছেন দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়েও।

মুজাহিদের দম্ভ: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর বছর কয়েক আগে দাবি করেন, ‘বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। এটি একটি বানোয়াট ও উদ্ভট চিন্তা।’

একাত্তরে মুজাহিদ ছিলেন ইসলামী ছাত্রসংঘের পূর্ব পাকিস্তান শাখার সভাপতি এবং আলবদর বাহিনীর কমান্ডার। তার নেতৃত্বে দেশজুড়ে চলেছে বুদ্ধিজীবী ও গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণসহ নানাবিধ অপরাধ। মুক্তিযুদ্ধকালীন এসব অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ৩১ মার্চ ট্রাইব্যুনাল গঠনের ৬ দিন পর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মুজাহিদ বলেন, ‘পাস্ট ইজ পাস্ট। এসব নিয়ে ঘাটাঘাটি করবেন না। যারা একাত্তরে নৃশংসতা করেছে, তাদের ওই সময়ে ছেড়ে দিয়েছে কেন? কেন ক্ষমাপ্রদর্শন করা হলো?’

মুক্তিযুদ্ধের সময় বিরোধী পক্ষ অবলম্বনের জন্য জামায়াত ক্ষমা চাইবে কি-না এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে মুজাহিদ বলেছিলেন, ‘ওই সময়ের সিদ্ধান্তটি ছিল রাজনৈতিক। ওই প্রসঙ্গ এখন নয়।’ যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতার কারণ সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি মীমাংসা হয়ে গেছে ৩৬ বছর আগে। এ নিয়ে আবার বিচারের প্রশ্ন উঠতে পারে না।’

এর আগে ২০০৭ সালে নির্বাচন কমিশনের এক বৈঠকে মুজাহিদ বলেন, ‘বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। পাকিস্তানি সেনাবাহিনীর ১৯১ জনকে যুদ্ধাপরাধী চিহ্নিত করা হয়েছিল, যাদের আওয়ামী লীগ সরকার অনেক আগেই ক্ষমা করে দিয়েছে।’ দেশে কোনো স্বাধীনতাবিরোধী শক্তি নেই বলে উল্লেখ করে মুজাহিদ বলেছিলেন, ‘এটা তাদের কল্পনাপ্রসূত। বানোয়াট একটা উদ্ভট চিন্তা। বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। তখন থেকেই নেই। এখনও নেই।’

সাকার বড়াই: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীই বোধহয় সবচেয়ে বেশি কটূক্তি করেছেন। একাত্তরে চট্টগ্রামে সাকার নির্মমতা স্মরণ করে আজও শিউরে ওঠে ইতিহাস।

২০১০ সালের ১৬ ডিসেম্বর রাতে সাকাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে-পরে এবং বিচার চলাকালেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার প্রক্রিয়া নিয়ে বিদ্রুপ ও পরিহাস করেছেন তিনি।

২০১৩ সালের ১ অক্টোবর রায় ঘোষণার সময় বিচারকদের তাচ্ছিল্য করে সাকা বলেন, ‘যুদ্ধে ৩০ লাখ লোক মারা গেছে তো?… তার মধ্যে ২০ লাখ আমি মারছি …। … আমাকে লক্ষ লক্ষ মানুষ রায় দিয়ে নির্বাচিত করেছে, আর আমি এই তিনজনের রায় শুনতে এসেছি…। ৩৫ বছর ধরে লাখ লাখ লোকের রায় দিলাম। এখন রায়ের জন্য এখানে বসে থাকতে হবে। নির্বাচন না করতে দেওয়ার জন্য এত কষ্ট। আমার কবিরা গুনাহ হলো বিএনপিতে যোগ দেওয়া।’

রায় পড়ার সময় বিচারকদের কটাক্ষ করে যুদ্ধাপরাধী সাকা চৌধুরী বলেন, ‘কী ইংরেজি লিখছে? নিজেরাই পড়তে পারছে না।’ স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রকে ‘সহি হাদিস’ বলেও টিপ্পনি কাটেন সাকা।

ওই বছরের ১৭ জুন ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দেওয়ার সময় সাকা বিচারকদের উদ্দেশে বলেন, ‘আমাকে ফাঁসি তো আপনারা দেবেনই, কিন্তু আমি পরোয়া করি না।’ ট্রাইব্যুনালে নয় দিনের সাফাই সাক্ষ্যের পুরোটাই ইংরেজিতে দেন সাকা চৌধুরী। বাংলায় সাক্ষ্য দিতে বলা হলে সাকা চৌধুরী বলেন, ‘আমি বাংলায় সাক্ষ্য দিতে পারব না, ইংরেজিতেই দেব। কারণ আমি বাঙালি না, চাটগাঁইয়া। বাংলায় তো আমি ভালো বলতে পারতাম না। টেকনিক্যাল প্রবলেম হতো। আমার মাতৃভাষা বাংলা নয়, চাটগাঁইয়া।’

২০১৩ সালের ৪ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে উদ্দেশ করে সাকা চৌধুরী বলেন, ‘আমাকে আইন শেখাতে আসবেন না। অনেক আইন আমি করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আমার করা। আপনি তো আমার করা এ আইন পড়েও দেখেননি।’

২০১২ সালের ১৪ মে আদালতকক্ষের শৃঙ্খাভঙ্গ এবং চিৎকার করে কথা বলার জন্য সাকা চৌধুরীকে সতর্ক করেছিলেন ট্রাইব্যুনাল। এতে সাকা চৌধুরী উচ্চ স্বরে বলেছিলেন, ‘মিস্টার নিজামুল হক (বিচারপতি নিজামুল হক), ডোন্ট শো ইউর রেড আইজ, আই রিকোয়েস্ট ইউ উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হিউমিলিটি।’ (জনাব নিজামুল হক, চোখ রাঙাবেন না, যথাযোগ্য শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে বলছি।)

রাষ্ট্রপক্ষ ২০১১ সালের ২০ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে সাকা চৌধুরী বলেন, ‘গণ-আদালতে একবার এ অপরাধে বিচার হয়েছে। এক খাসি কতবার কোরবানি দেবেন?’

নূতন চন্দ্র সিংহ হত্যার অভিযোগ বর্ণনার সময় ট্রাইব্যুনাল নূতনকে জনপ্রিয় মানুষ বলে উল্লেখ করলে সাকা চৌধুরী মন্তব্য করেন, ‘সে মদ বেচত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com