1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ময়নার পয়েন্টে ২ যুবকের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে থানা পুলিশকে নিয়ে নিরীহ লোকজনের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ

ময়নার পয়েন্টে ২ যুবকের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে থানা পুলিশকে নিয়ে নিরীহ লোকজনের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬
  • ১৯৫ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের হাছননগর ময়নার পয়েন্ট আবাসিক এলাকায় ২ যুবকের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে থানা পুলিশকে নিয়ে নিরীহ লোকজনের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়,২৪ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় স্থানীয় এক আইনজীবীর বাসার সামনে সরকারী রাস্তায় পূর্ব বিরোধের জের ধরে ময়নার পয়েন্ট নিবাসী কৃষি ব্যাংক কর্মচারী ইয়াদত আলীর পুত্র কলেজ ছাত্র রিয়াজ ও তাদের প্রতিপক্ষ ময়না মিয়ার পুত্র বাপ্পুর মধ্যে মারামারির ঘটনা ঘটে। জেষ্ট ভ্রাতা নজরুল ইসলামের উপর হামলা করে তার পায়ের রগ কেটে পঙ্গু করে দেয়ার বিরোধের জের ধরে নজরুলের ছোট ভাই রিয়াজ রগকাটার মামলার আসামী বাপ্পুর উপর পাল্টা হামলা চালায়। বিরোধীয় ২ যুবকের মধ্যে সংগঠিত মারামারির ঘটনাকে কেন্দ্র করে বাপ্পুর পক্ষে তার মাতা নিরু বেগম আরো ৫জন নিরীহ নিরপরাধ লোকদেরকে আসামী করে থানায় মামলার অভিযোগ দায়ের করে। কথিত মামলায় নগদ টাকা ও মোবাইল চুরির যে ঘটনার বর্ণনা দেয়া হয়েছে তাও কাল্পনিক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ করেছেন ভূক্তভোগীরা। নিরু বেগমের দায়েরকৃত অভিযোগটিকে পুলিশ বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারায় সুনামগঞ্জ সদর থানায় মামলা নং ২২ (জিআর ১২৭/২০১৬) তাং ২৪/৫/২০১৬ইং হিসেবে এফআইআর করে। কথিত মামলায় বর্ণিত ঘটনার সময় ইয়াদত আলীর পুত্র মোঃ সিরাজুল ইসলাম জেলা প্রশাসকের বাংলোয় কর্তব্যরত থাকাবস্থার পরও তাকে অন্যায়ভাবে এ মামলার প্রধান আসামী করা হয়। এমনিভাবে রগকাটার ঘটনায় পঙ্গুত্ব বরন করা চিকিৎসাধীন নজরুল ইসলাম,তার ভগ্নিপতি অটোরিক্সা চালক মোঃ জহির উদ্দিন,তাদের আত্মীয় মন্টু মিয়া ও মন্টু মিয়ার পুত্র শামীম মিয়া ঘটনার সাথে জড়িত না থাকার পরও তাদেরকে অন্যায়ভাবে আসামী করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই এলিনোর লিঞ্জা মামলাটির তদন্ত কর্মকর্তার দায়িত্বে থাকার পরও অন্য একজন এসআইকে নিয়ে বুধবার বিকাল ২টায় নাশকতা চালান মামলার বাদিনী নিরু বেগম ও তার সন্তানেরা। ময়নার পয়েন্ট নিবাসী মৃত মোতালিব মিয়ার পুত্র মিন্টু মিয়া বলেন,তথাকথিত মামলায় আমি আসামী না হওয়া স্বত্তেও নিরু বেগম পুলিশ নিয়ে এসে আমার বাড়িতে নাশকতা চালান এবং পুলিশকে পাশে রেখে আমাকে বেদম মারপিঠ করেন। ঘটনার সময় আমার ভাতিজা শামীমকে গ্রেফতার করতে গিয়ে দুজন পুলিশ দৌড়িয়ে নিয়ে যান। এসময় ঝোপজাড়ের মধ্যে দৌড়াতে গিয়ে একজন পুলিশ সদস্য হোছট খান। যদি পুলিশের কিছু হতো তাহলে এর দায় দায়িত্ব তারা আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করতো। এসময় নিরু বেগম ও তার পুত্র এবং আত্মীয় স্বজন ও পুলিশের হামলা থেকে আত্মরক্ষা করতে গিয়ে বেদম মারপিঠের একপর্যায়ে গুরুতর আহত হয় মন্টু মিয়ার পুত্র শামীম। মন্টু মিয়া বলেন,আমি উভয় পক্ষের বিরোধ নিস্পত্তির জন্য গত সপ্তাহে এডভোকেট হোসেন তওফিক চৌধুরী ও পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন সাহেব সহকারে সমঝোতা বৈঠকে বসি। এ আক্রোশে নিরু বেগম আমার পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলায় জড়িয়ে আমাদেরকে হয়রানী করছেন। নিরু বেগম তার গডফাদার যুক্তরাজ্য প্রবাসী আলী হায়দরের ভূমি দস্যুতার সহযোগী হিসেবে আমাদের উপর পরিকল্পিত নাশকতা পরিচালনা করছেন। উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় কৃষি ব্যাংক কর্মচারী ইয়াদত আলীর পুত্র নজরুলের বাড়িতে হামলা করে তার ডান পায়ের রগ কেটে নেয়ার ঘটনায় নীরু বেগম,তার স্বামী ময়না মিয়া,পুত্র হেপ্পু ও বাপ্পু কে আসামী করে মামলা দায়ের করেন ইয়াদত আলী। এ মামলাটি সদর মডেল থানার এস আই এমরান হোসেনের কাছে তদন্তাধীন থাকাবস্থায় মঙ্গলবারের নাশকতার ঘটনা সংগঠিত হয়। এ ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ওসি হারুন-অর রশীদ চৌধুরী বলেন,কেউ বাদিনী হয়ে অন্যায়ভাবে নিরীহ লোকজনকে আসামী করার সুযোগ নিলেও আমরা তদন্ত সাপেক্ষে আসল সত্য অবশ্যই উদঘাটন করবো। এছাড়াও নিরু বেগমের বিরুদ্ধে আরেকটি ফৌর টুয়েন্টির মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান এলাকার অসহায় নারীরা। অন্যদিকে নীরু বেগমের আত্মীয় স্বজনরা জানান,আপন পুত্র বাপ্পুর উপর হামলা করে প্রতিপক্ষীয় যুবক রিয়াজ তাকে আহত করেছে। বাপ্পু বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ হামলার কারনেই তার মা বাধ্য হয়ে একজনের দোষের কারনে ঘটনার সাথে জড়িত না থাকার পরও তাদের পরিবারের সকলকে আসামী করেছেন। অন্যদিকে বুধবারের পাল্টা হামলার ঘটনায় গুরুতর আহত মন্টু মিয়ার পুত্র জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে ডাঃ দেলোয়ার সুমন এর কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে তার পরিবারবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com