স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। তবে মাদরাসা পর্য়ায়ে দুই শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে মান রেখেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবছর জগন্নাথপুরে ১১টি কলেজ থেকে ১ হাজার ৪শ’ ৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৫শ’৬৫ জন। পাশের হার ৩৮.১৫।
অপরদিকে মাদরাসা বোর্ডের অধিনে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় ২শ’ ৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে কৃতকার্য হয়েছে ১শ’৯৪। ফেল ৪১ জন। জিপিএ-৫ পেয়েছে দুইজন। পাশের হার ৮২ শতাংশ।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় বলেন, অন্যবছরের তুলনায় এবার ফলাফল তেমন ভালো হয়নি। আশা করছি, আগামিতে ভালো ফলাফল হবে।