1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
চাকরি করতে চাওয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
ভালো কাজ করলে আল্লাহ আপনার উপকার করবেন সামাজিক ও মানবতার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ জগন্নাথপুরে মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে জানলেন তিনি মৃত! তাহিরপুরে কাল ভোট, ভোটের হিসেব-নিকেশে নিরব এলাকা রবীন্দ্র সঙ্গীতে জাতীয় পর্যায়ে বিজয়ী জগন্নাথপুরের পূর্বা দে জগন্নাথপুরে বিট পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিধ্বস্ত হেলিকপ্টার পুড়ে গেল, ইরানের প্রেসিডন্টসহ কোন আরোহী বেঁচে নেই জগন্নাথপুরে এনসিসি ব্যাংকের ৩১ বছর পূর্তি উৎসব উদযাপন  হেলিকপ্টার দুর্ঘটনার পর খোঁজ পাওয়া যায়নি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কিরগিজস্তানে সহিংসতা: পরীক্ষা না দিয়েই ফিরতে চান বাংলাদেশিরা

চাকরি করতে চাওয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৫৮৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- চাকরি করতে চাওয়ায় খুন হতে হলো এক তথ্যপ্রযুক্তিবিদের স্ত্রীকে। বিয়ের পরেও স্ত্রী চাকরি করতে চাওয়ায় । `পৌরুষে` আঘাত লাগে স্বামীর। আর তাই রাগে-উত্তেজনায় খুনই করেই ফেলেন স্ত্রীকে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায়। তথ্যপ্রযুক্তিবিদ মোহিত শর্মার বয়স ৩২। তিনি চেয়েছিলেন স্ত্রী রুচি নিজের কেরিয়ার, চাকরি বিসর্জন দিয়ে বাড়িতেই থাকুক এবং ৯ বছরের ছেলেকে মানুষ করুক। শুনতে চাননি বছর তিরিশের রুচি। তাই `রাগে` অঘটন ঘটিয়ে ফেললেন। পুলিশের কাছেও রুচিকে হত্যার কথা স্বীকার করেছেন মোহিত।
গাজিয়াবাদের এসপি জানায়, প্রথম মোহিত দাবি করেছিলেন বাথরুমে পা পিছলে বেসিনে মাথায় ধাক্কা খেয়ে তার স্ত্রী প্রাণ হারিয়েছেন। পরে পুলিশি জেরার মুখে স্বীকার করেন সব।
বৃহস্পতিবার গাজিয়াবাদে গৌর গ্লোবাল ভিলেজ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে রুচির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মোহিত পুলিশকে ফোন করে জানায় বাথরুমে পা পিছলে পড়ে মাথা বেসিনে লেগে তার স্ত্রীর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে বিছানার উপর উলটে পড়ে আছে রুচির মৃতদেহ। `ঘরের চতুর্দিক রক্তে ভেসে যাচ্ছিল। বাথরুম থেকে বিছানা পর্যন্ত ছড়িয়ে ছিল রক্ত। বেসিনটি ভাঙা পড়ে ছিল। পুলিশের দাবি, ছেলে স্কুলে বেড়িয়ে যাওয়ার পরেই সম্ভবত এই যুগলের মধ্যে ঝগড়া শুরু হয়।
আর এখানেও হত্যার অস্ত্র ছিল ক্রিকেট ব্যাট। এই ব্যাট দিয়েই তার মাথায় আঘাত করে মোহিত। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী বারবার ব্যাট দিয়ে আঘাত করার জন্যই রুচির মৃত্যু হয়েছে। এখন পুলিশ ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায়।
তবে রুচিকে মারার পর মোহিত তার চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকেনি বা প্রতিবেশীদেরও খবর দেয়নি। এমনকি রুচিকে হত্যার পর বিন্দুমাত্র অনুতাপও দেখা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com