স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের তরুণ ব্যবসায়ী মেসার্স রুমি কন্সট্রাকশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রোকন (৩৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার রাত ৮টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বাবা,মা ভাই বোন সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোকন জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার নুরুল ইসলামের ছেলে এবং ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপনের ছোট ভাই।মঙ্গলবার দুপুর ২টায় ইকড়ছই সিনিয়র মাদ্রাসায় জানাযার নামাজ শেষে মাদ্রাসা সংলগ্ন পঞ্চায়তি কবরস্থান তাঁকে দাফন করা হয়। তরুণ ব্যবসায়ী রোকন এলাকায় নম্র ভদ্র শান্ত স্বভাবের হিসেবে পরিচিত ছিল। বেশ কিছুদিন ধরে প্রাণঘাতিক ক্যান্সার রোগে ভুগছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।