1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মুুক্তিযুদ্বে প্রবাসীদের অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে-মির্জাজামাল পাশা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সামাজিক ও মানবতার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ জগন্নাথপুরে মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে জানলেন তিনি মৃত! তাহিরপুরে কাল ভোট, ভোটের হিসেব-নিকেশে নিরব এলাকা রবীন্দ্র সঙ্গীতে জাতীয় পর্যায়ে বিজয়ী জগন্নাথপুরের পূর্বা দে জগন্নাথপুরে বিট পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিধ্বস্ত হেলিকপ্টার পুড়ে গেল, ইরানের প্রেসিডন্টসহ কোন আরোহী বেঁচে নেই জগন্নাথপুরে এনসিসি ব্যাংকের ৩১ বছর পূর্তি উৎসব উদযাপন  হেলিকপ্টার দুর্ঘটনার পর খোঁজ পাওয়া যায়নি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কিরগিজস্তানে সহিংসতা: পরীক্ষা না দিয়েই ফিরতে চান বাংলাদেশিরা মানুষের প্রয়োজন পূরণে আল্লাহর সহায়তা

মুুক্তিযুদ্বে প্রবাসীদের অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে-মির্জাজামাল পাশা

  • Update Time : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ১৯৪ Time View

জাতীর জনক বঙ্গবব্দু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাদমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, যুক্তরাজ্য প্রাবাসিদের আথিক সহযোগিতায় মহান মুক্তিযোদ্ব প্রাণের সঞ্চার হয়। মুক্তিযোদ্বরা জাতীর শ্রেষ্ট সন্তান, মুক্তিযুদ্ধে প্রবাসিদের অবদান জাতি যুগযুগধরে স্মরণ রাখবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশ হিসাবে স্মীকৃতি লাভ করেছে।দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে মুক্তিযুদ্বের পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ব্য ভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্বের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যেগে গত রোববার সন্ব্যায় দরগা গেইটস্থ অস্থায়ীক কার্যালয়ে প্রবাসী লেখক, বীর মুক্তিযোদ্বা ফয়জুল রহমান খান নানুর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা মুক্তিযোদ্বা সংসদেরসাবেক কমান্ডার যোদ্বাহত বীর মুক্তিযোদ্বা মির্জাজামাল পাশা একথা বলেন।
সিলেট জেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা মইনুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্বা যুব কমান্ডের সিলেট বিভাগীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধরী এহিয়ার পরিচালনায় সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্বা ফয়জুল রহমান খান নানু বলেনজাতীর জনক বঙ্গবব্দু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্বে আমরা তিন ভাই অংশ গ্রহন করি। মুক্তিযুদ্বের স্মৃতিনিয়ে আমার একটি বই প্রকাশিত হয়েছে, আমি আশা করব আগামি দিনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ বাসীর প্রতি আহবান জানান। প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট রাজনৗতিবিদ বীর মুক্তিযোদ্বা আলহাজ¦ কলন্দর আলী বলেন দেশের উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ব্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন মহানগর মুক্তিযোদ্বা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক কাউন্সিলর আলহাজ¦ আব্দুল খালিক ও সাবেক ডেপুটি কমান্ডার মনাফ খান, সেক্টস কমান্ডর ফরামের সিলেট জেলার শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা মহি উদ্দিন আহমদ। বক্তব রাখেন বীর মুক্তিযুদ্বা জাফর আহমদ চৌধরী, কাজী আব্বাস জাফরী, কামাল আহমদ, বঙ্গবব্দু ছাত্র পরিষদের সিলেট জেলা শাখার সহসভাপতি রফি খান ও সাধারন সম্পাদক ইমরান আহমদ হাদি, প্রবাসী আসু খান, প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com