1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা যেসব প্রতীক পেলেন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:২২ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা যেসব প্রতীক পেলেন

  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬
  • ২১০ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রতীক বরাদ্দ করেন।
চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রতীক পেয়েছেন চশমা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট মোটরসাইকেল, প্রবাসী চঞ্চলা দাস আনারস ও আহবাব হোসেন চৌধুরী ঘোড়া প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে-১নং ওয়ার্ড আতিকুর রহমান-বৈদ্যুতিক পাখা,আবুল হোসেন খান-তালা, জিল্লুর রহমান- ঢোল জোনাব আলী- টিউবওয়েল ও অ্যাড. মুস্তাফিজ আলী পীর
পেয়েছেন-হাতি। ২নং ওয়ার্ডে চামরদানী ইউপির সাবেক চেয়ারম্যান থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রভাকর তালুকদার পেয়েছেন হাতি, উপজেলা যুবলীগের সভাপতি মোজ্জামেল হোসেন রুকন-তালা, বিএনপি নেতা আব্দুল কায়ূম মজনু- ঘড়ি, আব্দুস সালাম-পাখা, হারুন রশিদ-টিউওয়েল। ৩নং ওয়র্ডে জুবায়ের পাশা হিমু -বৈদ্যুতিক পাখা, শামীম আহমদ মুরাদ- তালা, সৈয়দ আমিনুল হক হেলাল- হাতি। ৪নং ওয়ার্ড কল্যাণব্রত তালুকদার-তালা, আব্দুল মুকিত চৌধুরী-হাতি, আসহাদুর রহমান ঢোল, গোল আহমদ- অটোরিক্সা, মিসবাহ উদ্দিন-ঘুড়ি, সৈয়দ খালেদ আহমদ-টিউওয়েল। ৫নং ওয়ার্ডে-এ এইচ এম হাসান বশির- বৈদ্যুতিক পাখা, ফারুক রশীদ-ঘুড়ি, মাহতাব উদ্দিন তালুকদার-অটোরিক্সা, আবু সাইদ-বক, আলম নূর-উটপাখি, মমিনুল ইসলাম-ঢোল, মহিবুর রহমান-তালা,শামছুজ্জামান শাহ-বেহেলা, সাজ্জাদুর রহমান-হাতী, হোসেন আলী-টিফিন কেরিয়ার, সৈয়দ আহমদ-টিউবওয়েল। ৬ নং ওয়ার্ডে আব্দুল মজিদ-তালা, আল হেলাল-বক, জিয়াউর রহমান- অটোরিক্সা, জুবের আহমদ অপু-টিউবওয়েল, মাজহারুল ইসলাম উকিল-হাতী, ইয়াকুব বখত বহলুল -বেহালা, ওয়াহিদুর রহমান সুফিয়ান- ঘড়ি, জসিম উদ্দিন- ক্রিকেট ব্যাট, মনির উদ্দিন-ঢোল, সৈয়দ তারিক হাসান দাউদ- বৈদ্যুতিক পাখা। ৭ নং ওয়ার্ডে-আব্দুল্লাহ-বৈদ্যুতিক পাখা, জহিরুল ইসলাম-ঘড়ি, জাহাঙ্গীর আলম-তালা, রেজাউল আলম-টিউবওয়েল। ৮নং ওয়ার্ডে নাজমুল হক-তালা, সৈয়দ বদরুল আলম-হাতী, অ্যাড. সুহেল আহমদ ছইল মিয়া- টিউবওয়েল। ৯ নং ওয়ার্ডে আবু আব্দুল্লাহ চৌধুরী- বৈদ্যুতিক পাখা, পিযুস শেখর দাস (পিসি দাস)-অটোরিক্সা, বাদল চন্দ্র দাস- টিউবওয়েল, বেলাল আহমেদ-ঢোল, আবুল লেইছ চৌধুরী-ঘড়ি, নূরুল হক তালুকদার-তালা, নান্টুু লাল দাস-হাতি। ১০ নং ওয়ার্ড আব্দুল মতলিব চৌধুরী -ঢোল, মাহতাব উুল হাসান- বেহেলা, আব্দুল জব্বার- ঘড়ি, ইমদাদুর রহমান তালুকদার-ক্রিকেট ব্যাট, ছালেক উদ্দিন-বক, নূরুল আমীন- বৈদ্যুতিক পাখা, সুহেল মিয়া-তালা, শহিদুর রহমান শহীদ- টিউবওয়েল। ১১ নং ওয়ার্ড আবুল হোসেন লালন-টিউবওয়েল, শাহজাহান সিরাজী-ঘুড়ি, সৈয়দ সাবির মিয়া-তালা। ১২ নং ওয়ার্ডে আবুল আজাদ-টিউবওয়েল, রেজা মিয়া তালুকদার- তালা। ১৩ নং ওয়ার্ডে- আমিনুল ইসলাম সেলিম-তালা, নূরুল ইসলাম-টিউবওয়েল আকরামুল হাসান মাসুম-অটোরিক্্রা। ১৪ নং ওয়ার্ডে আফসার উদ্দিন-বৈদ্যুতিক পাখা, আজল হোসেন-তালা, আশীক আলী-টিউবওয়েল, এনামুল হক- উটপাখি। ১৫ নং ওয়ার্ড- আব্দুস শহীদ মুহিত-তালা, সানাউর রহমান তালুকদার – টিউবওয়েল প্রতীক পেয়েছেন।
মহিলা সংরক্ষিত আসনে ১ নং ওয়ার্ডে ইয়াসমিন প্রতীক পেয়েছেন-দোয়াত কলম ও সেলিনা বেগম- ফুটবল, ২নং ওয়ার্ডে সাদিয়া বখত- টেবিল ঘড়ি, ফেরদৌসি সিদ্দিকা- কম্পিউটার, ফৌজিয়ারা বেগম-লাটিম, তাহমিনা বেগম-ফুটবল, মদিনা আক্তার-দোয়াত-কলম, রাজিয়া খাতুন-ডিসএন্টেনা, রাবেয়া সিদ্দিকা-টেলিফোন, সানজিদা নাসরিন ডিনা-হরিণ, সামিনা চৌধুরী- মাইক, সৈয়দা আমেনা আখঞ্জি-বই, ৩নং ওয়ার্ডে ফারহানা ইয়াছমিন সীমা-মাইক, বিনা জয়নাল-ফুটবল, ফিরুজা বেগম-টেবিল ঘড়ি ও রাজরাণী চক্রবর্তী-হরিণ। ৪নং ওয়ার্ডে রওসনারা বেগম-ফুটবল, সামিনা সুলতানা-বই। ৫নং ওয়ার্ডে নূরুন নাহার চিনু -হরিন,ও সেলিনা আক্তার পেয়েছেন ফুটবল।
সূত্র সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com