1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

সুরা লাহাবের সারকথা

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪

সুরা লাহাব পবিত্র কোরআনের ১১১তম সুরা। লাহাব মানে অগ্নিশিখা। এই সুরায় বলা হয়েছে ইসলামের শত্রু আবু লাহাবের ধনসম্পদ ও উপার্জন কোনো কাজে আসবে না। সে ও তার স্ত্রী অগ্নিশিখায় জ্বলবে এমন বর্ণনা থাকায় সুরার নামটি এ রকম হয়েছে।

সুরা লাহাবের অর্থ:

পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে

‘ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত! আর সে নিজে।

‘তার ধনসম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না ।

‘সে জ্বলবে অগ্নিশিখায়,

‘আর তার জ্বালানি ভারাক্রান্ত স্ত্রীও,

‘যার গলায় থাকবে কড়া আঁশের দড়ি।’

প্রথম আয়াতে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। হাত ধ্বংস হয়ে যাওয়া মানে জীবন নিষ্ফল হয়ে যাওয়া। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, তার ধনসম্পদ ও উপার্জন কাজে লাগবে না। অর্থাৎ তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তৃতীয় টকটকে লাল চেহারার কারণে আল্লাহ তার বর্ণনা করেছেন অগ্নিশিখা শব্দটি দিয়ে।

চতুর্থ আয়াতে সে আর তার স্ত্রীর ধ্বংসের কথা বলা হয়েছে। তার স্ত্রী নবী করিম (সা.)–এর পথে কাঁটা দিত। সবার মধ্যে হিংসা ছড়িয়ে বেড়াত। এ কারণে তাঁকে জ্বালানি কাঠ বহনকারী বলা হয়েছে। আখিরাতে সে তার সহযোগী হবে এবং তার আগুনে কাঠ দিয়ে তা বেশি প্রজ্বলিত করবে। এটি তাদের চূড়ান্ত ব্যর্থতার মাত্রা আরও বাড়িয়ে দেবে। পঞ্চম আয়াতে বলা হয়েছে যে তার গলায় থাকবে শক্ত আঁশের দড়ি।
প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com