1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

জোড়া লাগা ২ বোনকে বিয়ে করলেন মার্কিন সেনা

  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::
১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কাভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন অ্যাবি ও ব্রিটানি নামের যমজ দুই বোন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যমজ দুই বোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। তবে তাদের স্বামী একজনই।

জোশ বোলিংয়ের ফেসবুকে পোস্ট করা একটি ২০ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে দম্পতি নাচ ও চুম্বন করছেন। সেখানে অ্যাবি ও তার বোন সাদা স্লিভলেস ব্রাইডাল গাউন পরে আছেন।

অ্যাবিগেল লোরেন হেনসেল ও ব্রিটানি লি হেনসেল যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা। ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন তারা।

একই শরীরে দুটি মাথা থাকলেও তাদের মস্তিষ্ক আলাদা। তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা, খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। এ ছাড়া  হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।
জন্মের সময় তাদের বাবা-মা প্যাটি ও মাইক তাদের সন্তানদের আলাদা করার সিদ্ধান্ত নেননি। কারণ চিকিৎসকরা তখন বলেছিলেন, তাদের আলাদা করলে বাঁচানো যাবে না। অ্যাবি ও ব্রিটানি বর্তমানে সংসার করছেন এবং পাশাপাশি শিক্ষকতা করছেন।  সূত্র : পিপল ম্যাগাজিন, নিউ ইয়র্ক পোস্ট
সৌজন্যে কালের কণ্ঠ 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com