1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইনাতগঞ্জে অনৈতিক কাজের বিরুদ্ধে ফুসে উঠছেন এলাকাবাসী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ

ইনাতগঞ্জে অনৈতিক কাজের বিরুদ্ধে ফুসে উঠছেন এলাকাবাসী

  • Update Time : সোমবার, ৪ মে, ২০১৫
  • ৪৫৫ Time View

নবীগঞ্জ সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে ৩ ঔষধ কোম্পানির প্রতিনিধি নারী নিয়ে পুলিশের হাতে আটকের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। এ ছাড়া ও তাদের বিরুদ্ধে রাতভর জোয়া খেলা ও চিকিৎসা নিতে আসা মহিলা ও যুবতী মেয়েদের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে টানাটানিসহ ইভটিজিং এর অভিযোগ ও রয়েছে। তারা এসব অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় এলাকার সচেতন মহলের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সম্প্রতি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানীর এরশাদুল হক (এরশাদ) এরিস্টোফার্মার ইনাতগঞ্জ প্রতিনিধি আক্তার হোসেন এর নেপথ্যে এ্যালকো ফার্মার ইনাতগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান আনিছ এর মাধ্যমে ঢাকা থেকে যুবতী পতিতা নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন। এ সময় এরশাদুল হক এরশাদ ও আক্তার হোসেন সাথে ছিলেন। রাত সাড়ে ১০টার সময় আনিছের বাসায় পতিতা নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পূর্ব বাজার মসজিদ রোড থেকে পতিতাসহ আনিছকে আটক করতে সক্ষম হলেও এরশাদ ও আক্তার সটকে পড়েন। পরে এলাকাবাসী আনিছসহ মেয়েকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। পরে গভীর রাতে ইনাতগঞ্জের একজন রাজনৈতিক নেতা পুলিশ ফাঁড়িতে গিয়ে নিজে জামিন হয়ে দু’জনকে ছাড়িয়ে নিয়ে আসেন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে বানিয়াচং থানায় সম্প্রতি বদলি হয়ে যাওয়া এসআই জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন। এছাড়া ও ড্রাগ ইন্টারন্যাশনাল এর ইনাতগঞ্জ প্রতিনিধি এরশাদুর হক এরশাদ এর নেতৃত্বে ইনাতগঞ্জ বাজারের একটি ব্যাবসা প্রতিষ্টানে সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত চলে জোয়ার আসর। হাজার হাজার টাকার জোয়া খেলা হয় বলে এলাকার লোকজন জানান। তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ইনাতগঞ্জবাসীর পক্ষ থেকে খুব শ্রীঘ্রই প্রতিবাদ সভা করে এদেরকে ইনাতগঞ্জ থেকে প্রত্যাহার করে নেয়ার দাবী জানানো হবে বলে যুব সমাজের পক্ষ থেকে এ প্রনিধিকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com