1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান- সেপ্টেম্বরে রানীগঞ্জ সেতুর কাজ শুরু হবে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান- সেপ্টেম্বরে রানীগঞ্জ সেতুর কাজ শুরু হবে

  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ২৪০ Time View

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকারের শাসনামলে সারা দেশে ব্যাপক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। এসব উন্নয়নকে বাধাগ্রস্থ করতে জঙ্গিবাদ ও সন্ত্রাস কায়েমের মাধ্যমে একটি চক্র দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। মন্ত্রী বলেন, ৭৫ সালের ১৫ই আগষ্ট যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে দেশের অগ্রযাত্রার চাকাকে থামিয়ে দেয়া হয়েছিল ঠিক সেইভাবে এখনও দেশের উন্নয়নের চাকাকে থামিয়ে দেয়ার চক্রান্ত চলছে। মন্ত্রী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রানীগঞ্জ সেতুর কাজ শুরু হবে বলে ঘোষনা দিয়ে বলেন, শেখ হাসিনার নের্তৃত্বে সারাদেশে পদ্মাসেতুসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৭,৮,ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত ১৫ই আগষ্ট জাতিয় শোক দিবস ও জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মজিদপুর গ্রামের মরব্বী হাজী মন্তাজ উল্যাহর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল এর পরিচালনায় এতে বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দে, আব্দুল কাইয়ুম মশাহিদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সেক্রেটারী আবুল হোসেন লালন উপজেলা ছাত্রলীগ নেতা শাহ সাহেদুর রহমান সাহেদ,সাফরোজ ইসলাম,রুমেন আহমদ,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল ইসলাম,সহ-সভাপতি নুরুল হক, সুন্দর আলী। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নবাগত ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহ.ওসি মুরসালিম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত,জুয়েল মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা সুজিত রায়, বিজন কুমার দে,মাছুম আহমদ,উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম রিপন, নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ছালেক মিয়া, যুবরাজ মিয়া, ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ, কাছা মিয়া,মন্তেশর আলী, আলতাব হোসেন, লাল মিয়া, যুবলীগ নেতা শাহ আলম, রাধেশ দেবনাথ,জাহাঙ্গীর খান, কামরুল বক্স্র,রায়হান, তোফাজ্জল হক, সিপন মিয়া, শাহ বাহাদুর ময়না, এমদাদুর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি রায় সানী, আব্দুল মুকিত, আব্দুল মুমিন নাসির, সজিব রায় দুর্জয়,আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুহিবুর রহমান রাসেল, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লায়েক মিয়া প্রমুখ। সভায় জাতীয় পার্টি নেতা মজিদপুর গ্রামের সিরাজ মিয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পরিষদ সদস্য নাদামপুর গ্রামের আব্দুল হামিদ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ইজলা গ্রামের আল আমীনের নের্তৃত্বে নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলোওয়াত করেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কদ্দুছ মিয়া, গীতা পাঠ করেন কৃপেন্দ্র রঞ্জন দে, দোয়া পরিচালনা করেন মজিদপুর জামে মসজিদের ইমাম ফারুক গনি। এর আগে মন্ত্রী ইসলাম ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com