1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু নলুয়া হাওরে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

জগন্নাথপুরে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
  • ২৫৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক মতবিনিময় সভা রোববার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্মসচিব উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের ফোকাল পার্সন অমিতাভ সরকার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের সিলেট বিভাগীয় ফ্যাসিলিটেটর অসিম কুমার কর্মকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, ধাত্রী রাহেলা বেগমসহ উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের সুবিধাভোগী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের ফোকাল পার্সন অমিতাভ সরকার বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের জনবান্ধন হয়ে কাজ করলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে। তিনি বলেন, উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের মাধ্যমে জনগনকে সম্পৃক্ত করে যে ধরনের প্রকল্পগুলো বাস্তবায়িত করা হয়েছিল সেগুলো অব্যাহত রাখা গেলে প্রকল্প বন্ধ হয়ে গেলেও প্রকল্পের সার্থকতা পাওয়া যাবে। তিনি উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে ওই প্রকল্পের আদলে আরেকটি প্রকল্প গ্রহণ করা হবে জানিয়ে বলেন, সারাদেশের প্রথমে একশটি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় বাস্তবায়িত হবে। এছাড়া উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের কার্যক্রমের মূল্যায়নের প্রেক্ষিতে জাইকা দেশের একশ উপজেলায় প্রকল্প গ্রহণ করছে বলে তিনি জানান। উল্লেখ্য দেশের ১৪টি জেলায় উপজেলা গর্ভন্যান্স প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তন্মেধ্যে জগন্নাথপুর উপজেলায় গত চার বছর ধরে গর্ভন্যান্স প্রকল্প মূল্যায়নের ভিত্তিতে প্রথমস্থান অধিকার করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করে আসছে। মতবিনিময় সভা শেষে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের ফোকাল পার্সন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব অমিতাভ সরকার উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের কার্যক্রম পরির্দশন করেন। এসময় তিনি ব্রাকের শিক্ষাতরীতে গর্ভন্যান্স প্রকল্পের কার্যক্রম ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গর্ভন্যান্স প্রকল্পের কার্যক্রম পরির্দশন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com