1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ওমানপ্রবাসী সফু হত্যা মামলার তিন আসামী কারাগারে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ওমানপ্রবাসী সফু হত্যা মামলার তিন আসামী কারাগারে

  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ২৩৪ Time View

আদালত প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ (মন্ডলীভোগ) গ্রামের ওমান প্রবাসী সফু মিয়া জিম্মাদার হত্যা মামলার ৫ পাঁচ আসামীর জামিন আবেদন করা হলে আদালত তিন আসামীর জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন। অপর দুই আসামীর জামিন মঞ্জুর করা হয়েছ।
রোববার সুনামগঞ্জ জজকোর্টের আমলগ্রহনকারী জগন্নাথপুর আদালতের বিচারক শহিদুল আমিনের আদালতে আসামী পক্ষের আইনজীবী মামলার অন্যতম আসামী জাবিদ জিম্মাদার, সাহেব জিম্মাদার, শাহেন জিম্মাদার, আবাব জিম্মাদার ও শাহজাহান জিম্মাদারের জামিন প্রার্থনা করেন। এর মধ্যে আদালত জাবিদ জিম্মদার, সাহেব জিম্মদার ও শাহেন জিম্মদারের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এবং অপর দুই আসামীর জামিন মঞ্জুর করা হয়েছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট হুমায়ুন মঞ্জুর, নজরুল ইসলাম সেফু ও এডভোকেট জুয়েল মিয়া তালুকদার।
আসামী পক্ষের আইনজীবি ছিলেন, এডভোকেট নেছার আলম ও তৈয়বুর রহমান রাজন।
বাদী পক্ষের আইনজীবি এডভোকেট জুয়েল মিয়া তালুদকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি অনুচন্দ (মন্ডলীভোগ) গ্রামে যুক্তরাজ্য প্রবাসী জাবিছ জিম্মাদার ও একই গোষ্টির রাজা জিম্মাদারের পক্ষের লোকজনের মধ্যে গ্রামের হাওরের একটি জলমহাল নিয়ে সংঘর্ষ হয়। এতে ওমান ফেরত প্রবাসী সফু জিম্মাদার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত সফু জিম্মাদের ভাই রাজা মিয়া জিম্মাদার বাদী হয়ে প্রবাসী জাবিছ আহমদ জিম্মাদারকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com