1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে নলুয়া হাওরে কৃষকদের তোপের মুখে পাউবোর কর্মকর্তা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নলুয়া হাওরে কৃষকদের তোপের মুখে পাউবোর কর্মকর্তা

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ১৮২ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে নলুয়া হাওরে কৃষকদের তোপের মুখে পড়েছেন পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা।
শনিবার বেলা দুইটার দিকে হাওর পরির্দশন করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের ওই কর্মকর্তা কৃষকদের তোপের মুখে পড়েন।

জেলার অন্যতম হাওর জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়ার হাওর পরির্দশনকালে এমন দৃশ্য দেখা যায়, হামহামি খালের নিটকস্থ ভূরাখালী সড়কে।

সরজমিনে হাওর পরিদর্শনকালে দেখা যায়, ভূরাখালী সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে স্থানীয় ইউপি সদস্য নাণ্টু দাসকে নিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও জগন্নাথপুর উপজেলার স্লুইস গেট সংস্কারের দায়িত্বরত কর্মকর্তা তোফাজ্জুল হোসেন নলুয়ার হাওর পরির্দশনকালে স্থানীয় কৃষকরা পানি উন্নয়ন বোর্ডের এসও (জগন্নাথপুরের ফসলরক্ষা বেড়িবাঁধের দায়িত্বরত কর্মকর্তা) মনে করে মোটরসাইকেল আটকিয়ে, কৃষকরা তার কাজে জানতে যান কেন? এখনও নলুয়ার হাওরের বাঁধে একধলা মাটি পড়েনি। এবার যদি ফসল পানিতে তলিয়ে যায় তাহলে এর ক্ষতিপূুরন কে দেবে। আমরা এতো কষ্ঠ করে চাষাবাদ করছি। আপনাদের কারনে সেই ফসল নষ্ট হতে পারেনা।
এ সময় ওই কর্মকর্তা কৃষকদের বলেন, আমি হাওরের স্লুইস গেট (রেগুলেটার) সংস্কারের দায়িত্বে রয়েছি। বেড়িবাঁধের দায়িত্ব আমার নয়। এক সপ্তাহের মধ্য স্লুইস গেটগুলো মেরামত করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে নির্দেশ প্রদান করেছেন। তাই হাওরে এসেছি। এ কথা শুনার পর কৃষকরা শান্ত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com