1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শ্রীরামসি গণহত্যা শহীদের স্মরণে আঞ্চলিক শোক দিবস পালিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

শ্রীরামসি গণহত্যা শহীদের স্মরণে আঞ্চলিক শোক দিবস পালিত

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ২৬৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসিতে শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে ৩১ আগষ্ট আঞ্চলিক শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে সকালে শ্রীরামসি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ ও শহীদের স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শহীদ স্মৃতি সংসদের সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী,অধ্যাপক শামসুল আলম,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লেখক তাজুল মুহাম্মদ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,শ্রীরামসি স্মৃতি সংসদের,নজরুল ইসলাম, মাহবুব হোসেন,জুয়েল মিয়া, আব্দুল মালেক,বাবুল মিয়া,আজিজুর রহমান শামীম। কোরআন তেলোওয়াত করেন আব্দুর রাজ্জাক। পরে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৭১ সালের ৩১ আগষ্ট পাকহানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় শ্রীরামসিতে নারকীয় তান্ডব চালিয়ে ১২৬জন মুক্তিকামী জনতাকে হত্যা করে। দেশ স্বাধীনের পর থেকে এদিনটিকে এলাকাবাসী আঞ্চলিক শোক দিবস হিসেবে পালন করে আসছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com