1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ১০ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে মন্ত্রী এম এ মান্নান-৬ মাসের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ জ্বলবে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে ১০ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে মন্ত্রী এম এ মান্নান-৬ মাসের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ জ্বলবে

  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ২০৮ Time View

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। পদ্মাসেতুর মতো হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বড় বড় প্রকল্প সরকার বাস্তবায়ন করছে। প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। জগন্নাথপুরসহ দক্ষিন সুনামগঞ্জের প্রতিটি গ্রামে ছয় মাসের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষনা দিয়ে মন্ত্রী বলেন, সরকার সবার মধ্যে ভ্রাতৃত্বপ্রতীম সর্ম্পক অক্ষুন্ন রাখার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। তিনি শনিবার বিকেলে দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন কর্মসূচীতে যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও, মোল্লারগাঁও,বলবল,সাঙ্গিরগাঁও,ঘিপুরা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগ দেন। ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাষ্টারের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম সুহেল পারভেজ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, জেলা যুবলীগের সাবেক সদস্য আলাল হোসেন রানা,ছাত্রলীগ নেতা রাসেল আহমদ প্রমুখ সভায় কলকলিয়া ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব সাজ্জাদুর রহমান আওয়ামীলীগে যোগদান করেন। পরে পাড়ারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সুইচঅন করে বিদ্যুৎসংযোগের উদ্বোধন করেন মন্ত্রী। বিকেলে তিনি পাইলগাঁও ইউনিয়নের সাতা, আলাগদি, মাকড়কোনা,তেরাউতিয়া ও দয়ালনগর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করে সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
jagannathpur-pic-m ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম সুহেল পারভেজ,জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা এডভোকেট নজরুল ইসলাম, সিলেট জেল্ াযুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্না,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,যুবলীগ নেতা কয়ছর রশীদ, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, হাবিবুর রহমান জুয়েল প্রমুখ সকালে মন্ত্রী উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে কৃষিমেলার উদ্বোধন করে কৃষিমেলার ষ্টলগুলো ঘুরে দেখেন। এসময় প্রবীণ রাজনীতিবীদ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ,কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদারসহ প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি ইউনিয়ন গর্ভন্যান্স প্রকল্পের আয়োজিত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ওরিয়েন্টেশন প্রোগামে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনপ্রতিনিধিদের জনগনের প্রতি দায়বদ্ধ থেকে আইনকানুন মেনে সঠিকভাবে দায়িত্ব পালন করার মাধ্যমে নিজ নিজ ইউনিয়নের উন্নয়নকে নিশ্চিত করতে হবে। তিনি উন্নয়ন প্রশ্নে দলমতের উর্দ্ধে উঠে সবাইকে সহযোগীতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com