1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
তিন মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল নিক্ষেপ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

তিন মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল নিক্ষেপ

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৪৪৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লোহিত সাগরে তিনটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে মিসাইল। যদিও কোনোটিতেই আঘাত হানা সম্ভব হয়নি। তবে ইয়েমেনর ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলা অশান্তির মধ্যে এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে পেন্টাগন। শনিবার এই মিসাইল ছোঁড়া হয়েছে।

মার্কিন প্রশাসনের তরফে জানা গেছে, ইউএসএস ম্যাসন, ইউএসএস নিটজে ও ইউএসএস পন্স নামের তিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে মিসাইল। ঠিক কতগুলো মিসাইল ছোঁড়া হয়েছে তা জানা যায়নি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই ইয়েমেনের উপকূল থেকে মিসাইল নিক্ষেপের ঘটনা ঘটে। সার্ফেস টু সার্ফেস মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানা গেছে।

দিন কয়েক আগেই ইয়েমেনের দিক থেকে মার্কিন নৌবহরের দিকে কয়েকটি মিশাইল ছোঁড়া হয়৷ তাতে কোনো ক্ষতি হয়নি৷এরপর হাউসি গোষ্ঠীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে মার্কিন নৌবহর৷ লোহিত সাগরে অবস্থানরত মার্কিন রণতরী থেকে আক্রমণ করা হয়৷মার্কিন মিশাইলের আঘাতে গুঁড়িয়ে যায় হুথিদের তিনটি রাডার স্টেশন৷

গত এক বছর ধরে ইয়েমেনের গৃহযুদ্ধের পরিস্থিতি ক্রমশ কঠিন আকার নিয়েছে৷এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬,৮০০ মানুষের, আহত হয়েছে ৩৫,০০০। রাজধানী সানা শহর এখন বিদ্রোহী হাউসিদের কব্জায়৷ তবে আরব জোটের আক্রমণে দেশের অন্যতম বন্দর এডেন থেকে সরতে হয়েছে হাউসিদের৷ সেখানে ফিরে এসেছেন অপসারিত প্রেসিডেন্ট মনসুর হাদি৷ আরব-ইয়েমেন সীমান্তে চলছে যুদ্ধ৷ আরব জোটের বিমান বাহিনীর আক্রমণে লাগাতার বোমা বর্ষণ করা হয়েছে সানা শহরে৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com