1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দ. সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

দ. সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৭ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। সংঘর্ষে আহতরা হলেন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সিরাজ মিয়া (৪০), অপু (১৪), উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন তালুকদার, রাজাই (১৪), তফজ্জুল (১৪), মতুর্জা আলী (৪০), আবলুছ মিয়া (৩৫), দুলাল মিয়া (২৮), আফরোজ মিয়া (৪০), বুরহান (৩০), নাছির (২০), সুলতানা (৩৫), শামীম (৩২), বাছির (৩৬), মখলিছ (৫৫), জয়নাল (৪০), শাহ আলম (২৮), কামরান (২২), সামসুল হক (২০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে বাঘেরকোনা গ্রামের সিরাজ মিয়াদের কাছে গফুর মিয়ার ছেলে শাহ আলম ট্রাক্টরের ভাড়ার টাকা চাইলে দু-পক্ষের মধ্যে মধ্যে প্রথমে
পাগলা বাজারে কথ কাটাকাটি হয় । এর কিছুক্ষণ পরই বাজারে সংঘর্ষ শুরু হয়। সকাল ৯ টায় সংঘর্ষে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বাঘেরকোনা গ্রামের সামনে উভয় পক্ষের তুমুল সংঘর্ষ হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে ৩০ জন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
এদিকে আহত অবস্থায় সিরাজ মিয়া, ইমরান হোসেন, আবলুছ মিয়া, অপু ও রাজাই মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com