1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া কে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া কে

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান। জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে আগের ম্যাচে হেরে যায় পাকিস্তান। এদিকে প্রথম দুই হারের পর তৃতীয় ম্যাচে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিতে পাকিস্তানের বিপক্ষে আবারও জ্বলে উঠতে মরিয়া অসিরা।

আজ ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ম্যাচটি।

নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। পরের ম্যাচে বিশ্বকাপে রেকর্ড জয়ের নজির গড়ে পাকিস্তান। শ্রীলংকার ছুড়ে দেওয়া ৩৪৫ রানের টার্গেট ১০ বল বাকি রেখে স্পর্শ করে ৬ উইকেটের জয় তুলে নিয়েছিলেন পাকরা। বিশ্বকাপে রান তাড়ায় নয়া রেকর্ড গড়ে পাকিস্তান।

প্রথম দুই ম্যাচ থেকে শতভাগ সাফল্য নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। আহমেদাবাদে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায় পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৫৫ রান তুলে ভালো অবস্থায় ছিলেন পাকরা। এর পর ব্যাটিং ধসে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ভারতের কাছে হারের দুঃস্মৃতি ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে এখন সব মনোযোগ পাকিস্তানের।

এদিকে ভারতের কাছে ৬ উইকেটে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের দেখা পান অসিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান শিবিরে স্বস্তির আবহাওয়া। জ্বর থেকে সুস্থ হয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছেন দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম তিন ম্যাচে বল হাতে খুব বেশি প্রভাব রাখতে পারেননি আফ্রিদি। এখন পর্যন্ত তিন ম্যাচে ১৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।

আফ্রিদিকে চিন্তা দূর হলেও, জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার আব্দুল্লাহ। তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। যেখানে জয়ের পাল্লা ভারি অস্ট্রেলিয়ার দিকেই। ৬৯ ম্যাচে জয় আছে অসিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়। এমনকি বিশ্বকাপের মঞ্চেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১০ বারের দেখায় ৬টিতে জিতেছেন অসিরা। ৪টি জয় আছে পাকিস্তানের। সর্বশেষ দুই বিশ্বকাপে জিতেছে অস্ট্রেলিয়াই।

পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও ওসমান মির।

অস্ট্রেলিয়া দল
প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com