1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বন্যার পর এবার ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ সুনামগঞ্জ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সামাজিক ও মানবতার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ জগন্নাথপুরে মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে জানলেন তিনি মৃত! তাহিরপুরে কাল ভোট, ভোটের হিসেব-নিকেশে নিরব এলাকা রবীন্দ্র সঙ্গীতে জাতীয় পর্যায়ে বিজয়ী জগন্নাথপুরের পূর্বা দে জগন্নাথপুরে বিট পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিধ্বস্ত হেলিকপ্টার পুড়ে গেল, ইরানের প্রেসিডন্টসহ কোন আরোহী বেঁচে নেই জগন্নাথপুরে এনসিসি ব্যাংকের ৩১ বছর পূর্তি উৎসব উদযাপন  হেলিকপ্টার দুর্ঘটনার পর খোঁজ পাওয়া যায়নি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কিরগিজস্তানে সহিংসতা: পরীক্ষা না দিয়েই ফিরতে চান বাংলাদেশিরা মানুষের প্রয়োজন পূরণে আল্লাহর সহায়তা

বন্যার পর এবার ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ সুনামগঞ্জ

  • Update Time : বুধবার, ৩ মে, ২০১৭
  • ২১৭ Time View

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সামিউল কবির:: অকাল বন্যায় ফসলহানীর পর এবার কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ। ৩০ এপ্রিল রাতের ওই ঝড়ে উপজেলার প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েপড়েছে দক্ষিণ সুনামগঞ্জ সদর ইউপি সহ পুরো উপজেলা।
রাত ১১টার দিকে শুরু হওয়া ঝড়ে উপড়ে গেছে শতাধিক গাছপালা। সরেজমিনে গিয়া দেখা যায় উপজেলার টিনশেড বাড়ি, ও আধাপাকা
ঘরবাড়ি এবং দোকানপাট ভেঙে পড়েছে, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চালও উড়ে গেছে। জয়কল ইউনিয়নের ডুংরিয়া, তেঘরিয়া এবং কামরূপদং গ্রামে রাস্তার
পাশে ঘর ভেঙ্গে পড়ে থাকতে দেখা গেছে। পাথারিয়া ইউনিয়ের তেহকিয়া, গনিগঞ্জ, আসামপুর, আসনাবাজ, গাজীনগর, নগর, তালুকগাও অনেক গাছ ও ডাল ঘরবাড়ি ভেঙ্গে পড়তে দেখা গেছে। পূর্ব বীরগাও ইউনিয়নেও অর্ধ শতাধিক ঘর ক্ষতির সম্মুখিন হয়েছে। দরগাপাশার সিচনী, মৌগাঁও, ছয়হাড়া, হরিনগরসহ
আশপাশের সবগ্রাম মিলিয়ে ২০/৩০ টি ঘর ভেঙ্গে পড়েছে। পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন, কান্দিগাঁও,ইনাতনগর, নিদনপুরসহ এইসব গ্রামেও অনেক ঘর ভেঙ্গে পড়তে দেখা গেছে। সূত্র জানায়- উপজেলার প্রবেশ পথ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক,মদনপুর-দিরাই সড়ক, পাগলা-জগন্নাথপুর ভায়া সড়কসহ সবগুলো গুরুত্বপূর্ণ সড়কে বড় বড় গাছ উপড়ে পরে ছিলো। এতে রাত ভর দূরপাল্লার বাস, ট্রাকসহ যাত্রীবাহী সবধরণের যানবাহন চলাচল ব্যাহত হয়। তাছাড়া আকস্মিক এই ঘুর্নিঝড়ে এসময় একজন মহিলাসহ ন্যূনতম দুইজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আহত দুজনেই হলেন পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের বাসিন্দা।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান,গতরাতের ঝড়ে উপজেলার এক থেকে দেড়শ ঘরের টিনের চাল উড়ে গেছে। এদিকে বৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড এলাকা পরিদর্শন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির। তারা নিজেদের এলাকাপরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com