1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বাই সাইকেলে চড়ে বিয়ের আসরে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গুচ্ছ ভর্তি: তিন ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৯ হাজার ভর্তিচ্ছুক ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাগ সংবরণে নবীজির পরামর্শ মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর রায় জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

বাই সাইকেলে চড়ে বিয়ের আসরে

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৮১২ Time View

স্টাফ রিপোর্টার : বর নিজে সাইক্লিস্ট। পরিবেশ বান্ধব বাই সাইকেলকেযান হিসেবে জনপ্রিয় করতে কাজ করেন। আর এ কারণে, বাই সাইকেলে চড়ে বিয়ে করতে গেলেন তিনি। শুধু বর নন তার সহযাত্রী হিসেবে বরযাত্রায় বাই সাইকেল আরোহী ছিলেন আরো অন্ততঃ শতাধিক লোক। খোদ সিলেট নগরীতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এই অভিনব বরযাত্রা। নগরীর রাজারগলি থেকে সোবহানীঘাট পর্যন্ত পুরো পথটিই শেরোয়ানী পাগড়ি পরা বর নিজে বাই সাইকেল চালিয়ে গেছেন। তরুণ বরের মত আরো অনেক তরুণের পাশাপাশি পৌড়দের অনেকেও ব্যতিক্রমী এই বাই সাইকেল বরযাত্রায় শামিল হন। আর পুরো যাত্রা পথে কৌতুহলী নগরবাসী রাস্তার পাশে দাঁড়িয়ে উপভোগ করেন আকর্ষণীয় এই বরযাত্রার দৃশ্য। সিলেটে অতীতে কোন বিয়ের বরযাত্রা এভাবে বাই সাইকেলযোগে হয়েছে কি-না নিশ্চিত হওয়া যায়নি। এই বিয়ের বর আনোয়ার হোসেন। তিনি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক। পাশাপাশি, তিনি একজন সাইক্লিস্ট এবং ‘সিলেট সাইক্লিস্ট কমিউনিটি’ নামের একটি সাইক্লিস্ট ক্লাবের সাথে জড়িত। এই ক্লাবের সদস্যরা পরিবেশ বান্ধব যান হিসেবে বাই সাইকেলকে জনপ্রিয় করার লক্ষ্যে কাজ করেন। আনোয়ার হোসেন বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা আমজাদ হোসেন প্রামাণিকের পুত্র। বর্তমানে সিলেট নগরীর রাজারগলির বাসিন্দা। আর তার কনে তানজিনা নাসরিন একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তানজিনা নাসরিন। সিলেট শহরতলীর ইসলামপুর মোহাম্মদপুর আবাসিক এলাকার বাসিন্দা আলহাজ্ব জমির হোসেনের মেয়ে তানজিনা। গতকাল শুক্রবার ছিল তাদের বিয়ের অনুষ্ঠান। দুপুরে সে অনুষ্ঠানে শেরওয়ানী ও পাগড়ি পরা বর নিজে বাই সাইকেল চালিয়ে রাজারগলি থেকে সোবহানীঘাটের একটি কমিউনিটি সেন্টার পর্যন্ত যান। তার সহযাত্রী ছিলেন সাইকেল চড়া আরো শতাধিক লোক। তরুণদের মত বয়স্করাও ছিলেন এই সাইকেল আরোহীদের দলে। অবশ্য মহিলা ও শিশুদের জন্য ছিল কয়েকটি মাইক্রোবাস (লাইটেস) এর ব্যবস্থা। এই অভিনব বরযাত্রা দেখে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে ছিলেন নগরীরা পথচারীরা। আর বরযাত্রী সাইকেল আরোহীদের মাঝে ছিল ভিন্ন রকম উচ্ছাস। এই অভিনব বর যাত্রা সম্পর্কে বর আনোয়ার হোসেন বলেন, শিক্ষকতার পাশাপাশি সাইক্লিং আমার নেশা। মূলতঃ পরিবশে রক্ষার বিষয়টি সবার হৃদয়ে পৌছে দেয়ার জন্যই শখের বশেই এ আয়োজন। সিলেট সাইক্লিস্ট কমিউনিটর সঞ্চালক কাজী ওহিদ জানান, ‘রাইড ফর গ্রীন- রাইড ফর লাইফ’ এই শ্লোগান নিয়ে আমরা সাইক্লিং করি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধ করতেই ২০১৩ এর অক্টোবরে এই সংগঠনের যাত্রা শুরু হয়। মূলত আমাদের প্রচারণার অংশ হিসেবে সংগঠনের অন্যতম সঞ্চালক আনোয়ার হোসেনের বিয়েতে এই অভিনব বরযাত্রার আয়োজন করা হয়। আমরা বিশ্বাস করি এ রকম বরযাত্রা সিলটে আরো হবে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী জানান, বিয়েতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সালেহ উদ্দিন, ডীন ও শিক্ষকবৃন্দ বিয়েতে যোগ দেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি অনেক শিক্ষকও বাই সাইকেল যোগে বরের সঙ্গী হন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com