1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ভিজিএফ চাল বিতরণ নিয়ে জগন্নাথপুরে দুই ইউপি সদস্যর মধ্যে হাতাহাতি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:

ভিজিএফ চাল বিতরণ নিয়ে জগন্নাথপুরে দুই ইউপি সদস্যর মধ্যে হাতাহাতি

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ১৫৯ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে দুই ইউপি সদস্যর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এনিয়ে দু জনপ্রতিনিধি পরস্পর বিরোধী অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে। জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র মানুষের মধ্যে বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণকালে রবিবার দুপুরে চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের সদস্য জুয়েল মিয়া ও প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। িইউপি সদস্য জুয়েল মিয়া অভিযো করে বলেন, আমার ওয়ার্ডবাসীর চাল বিতরণ কালে প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ অহেতুক আমাকে গিয়ে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে মারধর করার জন্য উদ্যেত হলে আমি প্রাণভয়ে অন্যত্র সরে যাই। পরে কিছু মানুষ আমাকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। তিনি বিষয়টি লিখিতভাবে থানায় অভিযোগ আকারে জানিয়েছেন বলে জানান।
এবিষয়ে প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ বলেন, ইউপি সদস্য জুয়েল মিয়া চাল ওজনে কম দেয়ায় উপকারভোগীরা আমার নিকট অভিযোগ করলে আমি এবিষয়ে জানতে চাইলে তিনি আমার সাথে উত্তেজিত হয়ে কথা বলেন। এনিয়ে কথাকাটাকাটি হলে তিনি একটু পরে আসব বলে পরিষদ থেকে চলে যান। বিষয়টি অন্যান্যা ইউপি সদস্য ও সচিব অবগত আছেন। এছাড়াও এবিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com