1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মান্নানের পক্ষে নৌকায় ভোট চাইলেন সামাদপুত্র - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

মান্নানের পক্ষে নৌকায় ভোট চাইলেন সামাদপুত্র

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জ—৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পক্ষে প্রথমবারের মতো নৌকায় ভোট চাইলেন চারবারের দলীয় মনোনয়ন বঞ্চিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের শেষ নির্বাচনী জনসভায় তিনি নৌকার পক্ষে ভোট চান।

স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন বিশেষ অতিথির বক্তব্যে  বলেন, জননেত্রী  শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে। স্বাধীনতা বিরোধী একটি চক্র পিছনে নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রের সকল অপচেষ্টা রূখে দিতে আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ।

তিনি বলেন, এমএ মান্নান বারবার এ আসন থেকে নির্বাচিত হয়েছেন। পালন করছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব। উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

দলীয় নেতাকর্মীরা জানান, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ—৩ আসনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করলে পিতার শূন্য আসনে উপনির্বাচনে অংশ নিতে আজিজুস সামাদ মাঠে কাজ শুরু করেন। নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় ডন নির্বাচন অংশ নেননি। তবে এ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী স্বতন্ত্র প্রার্থী সাবেক যুগ্ম সচিব এমএ মান্নানকে (বর্তমান পরিকল্পনামন্ত্রী) সামান্য ভোটে পরাজিত করে নির্বাচিত হন। সামাদপুত্র আজিজুস সামাদ ২০০৮ সালে দলীয় মনোনয়ন চাইলে দল এমএ মান্নানকে দলীয় প্রার্থী মনোনীত করে। প্রথমবারের মতো নৌকা প্রতীকে এমএ মান্নান বিজয়ী হন। ওই সময় থেকে মনোনয়ন বঞ্চিত আজিজুস সামাদ ডন ও এমএ মান্নানের সমর্থকরা দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে।

২০১৪ সালের নির্বাচনেও দলীয় মনোনয়ন বঞ্চিত হলে আজিজুস সামাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এমএ মান্নানের নিকট পরাজিত হন। ২০১৮ সালে এবং এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন মিলেনি ডনের। তবে প্রথমদিকে মাঠে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর শোনা গেলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি কেন্দ্রীয় এ নেতা। গত ৭ ডিসেম্বর দীর্ঘকালের বিভেদ ভুলে আজিজুস সামাদ পরিবার নিয়ে এমএ মান্নানের বাসভবনে যান। এসময় নৌকার পক্ষে প্রচারে অংশ নেবেন বলে দলীয় প্রার্থীকে আশ্বস্থ করেন। এরআগে ২০১৮ সালে নির্বাচনে এমএ মান্নান ডনের বাসায় গিয়েছিলেন। ওই সময় নৌকার পক্ষে প্রচারে থাকবেন বলে শুনা গেলেও  নৌকার প্রচারে মাঠে ছিলেন না ডন। তবে তাঁর সমর্থকরা দলীয় ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ কাজ করেছিলেন।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, নৌকার পক্ষে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ নৌকা বিজয়ী হবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন বলেন, দেশ ও জাতির স্বার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ। নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমরা কাজ করছি।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আওয়ামী লীগ একটি বিশাল বড় রাজনৈতিক দল। বড় ঘরে মান অভিমান থাকতে পারে। তবে যে কোনো ক্রাইসেস মুহূতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এই ঐক্যে বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com