1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মৌলভীবাজারে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় চার দিন ধরে সহপাঠীদের ক্লাস বর্জন, বিক্ষোভ, মানববন্ধন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

মৌলভীবাজারে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় চার দিন ধরে সহপাঠীদের ক্লাস বর্জন, বিক্ষোভ, মানববন্ধন

  • Update Time : সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ২১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মৌলভীবাজারের বড়লেখায় মেধাবী কলেজছাত্র প্রান্ত দাসকে (১৮) হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। প্রান্তের পরিবার ও সহপাঠীরা এমন অভিযোগই করছেন। সে উপজেলার বর্ণি এম মন্তাজিম আলী কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পরিবারের অনটনের কারণে বর্ণি ইউনিয়নের মিহারী নয়াগ্রামের ফুফুর বাড়িতে থেকে সে লেখাপড়া করত।

গত বুধবার সকালে ওই বাড়ির পরিত্যক্ত রান্নাঘরের জানালার গ্রিলের সাথে মুখ বাঁধা ও দণ্ডায়মান অবস্থায় তাঁর লাশ পাওয়া গেছে। ফুফুর বাড়ির লোকজনের দাবি, গত সোমবার (২৯ অক্টোবর) রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়।
কিন্তু উদ্ধার করা প্রান্তের লাশের বিবরণ অনুযায়ী সবার ধারণা এটি আত্মহত্যা নয়। পরিকল্পিত হত্যাকাণ্ড। এটিকে কোনোভাবেই আত্মহত্যা মানতে নারাজ তাঁর পরিবার, সহপাঠী ও এলাকার লোকজন। তাদের দাবি ফুফুর বাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।

অন্যদিকে বুধবার ভোররাতের দিকে প্রান্তের মুঠোফোন থেকে বন্ধু ও স্বজনদের কাছে পাঠানো কয়েকটি ক্ষুদেবার্তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। প্রান্তের সহপাঠীরা জানিয়েছে, সে সব সময় ইংরেজিতে এসএমএস করত। কিন্তু ওই রাতে তাঁদের কাছে আসা এসএমএসগুলো ছিল বাংলাতে। এতেই তাঁদের সন্দেহ আরো গভীর হয়, যে এটা হত্যাকাণ্ড।

বুধবার ভোররাতে প্রান্তের মুঠোফোন থেকে সহপাঠী অনিকের মুঠোফোনে একটি ক্ষুদেবার্তা পাঠানো হয়। তাতে লেখা ছিল, বন্ধুরা তোরা সবাই ভালো থাকিছ। হয়তো তোদের সাথে আমার আর দেখা হবে না। কিন্তু তোদের সাথে কাটানো সময়গুলো পরকালে আমার মনে থাকবে।

একই রকম একটি ক্ষুদেবার্তা যায় তাঁর কলেজের সহপাঠীদের নিয়ে তৈরি করা গ্রুপ ‘বন্ধুদের ক্যাম্পাস’-এ। এই ক্ষুদেবার্তার শেষে ‘বিদায়’ লেখা ছিল।

এদিকে প্রান্ত আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে- এমনটা দাবি করে তাঁর সহপাঠীরা ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত চার দিন ধরে তাঁর সহপাঠীরা ক্লাস বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

সরেজিমনে গত শনিবার (০৩ নভেম্বর) বর্ণি ইউনিয়নের মিহারী নয়াগ্রাম এলাকায় গিয়ে কথা হয় প্রান্তের সহপাঠী এম মন্তাজিম আলী কলেজের শিক্ষার্থী অনিক দাসের সাথে। অনিক বলেন, প্রান্ত আর আমি একসাথে ক্লাস সেভেন থেকে পড়েছি। বুধবার ভোররাত ৩টা ১৩ মিনিটের দিকে আমার কাছে একটি মেসেজ আসে। এটা বাংলায় লেখা ছিল। কিন্তু সে ইংরেজিতে মেসেজ লিখত। এটা তার লেখা নয়। নিশ্চই খুনিরাই মেসেজ পাঠিয়েছে। সে খুব ভালো ছেলে ছিল। সব সময় হাসিখুশি থাকত। কারো সাথে তার কোনো শত্রুতা নাই। এ রকম ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই। আমাদের সহপাঠীরা ক্লাস বর্জন করেছে। কেউ ক্লাসে যাচ্ছে না।

শনিবার (০৩ নভেম্বর) বিকেলে প্রান্তের বাড়ি উপজেলার সুজানগর ইউনিয়নের বাঘমারা গ্রামে গিয়ে দেখা গেছে, প্রান্তের বাবা-মা বাড়ির উঠানে দাঁড়িয়ে আছেন। ছেলে প্রান্তের এমন মৃত্যুতে তাঁরা ভেঙে পড়েছেন। এ সময় কথা হয় প্রান্তের মা চঞ্চলা রানী দাস এর সঙ্গে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমাদের অভাবের সংসার। স্বামী (সনত দাস) স্ট্রোক করেছেন। চলতে পারেন না। আগে পাটি বিক্রি করে সংসার চালাতেন। পরিবারের ৫ ছেলে মেয়ে রয়েছে। এর মধ্যে প্রান্ত তৃতীয়। প্রান্ত সিক্স পর্যন্ত পড়েছে। পরিবারে অস্বচ্ছলতার কারণে আমার ভাগ্নেরো (প্রান্তের ফুফাতো ভাই) তাকে পড়ানোর কথা বলে তাদের বাড়িতে নিয়ে যান। প্রান্ত পড়াশোনার পাশাপাশি আমার ভাগ্নের দোকানও দেখাশোনা করত। গত সোমবার সুমনের ভাই সুজন ফ্রান্স থেকে ফোন করে বলে, মামি প্রান্তকে নিয়েছিলাম ভালোর জন্য, পড়াশোনা করবে বলে। এখন তার স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছে। আমার বড় ভাইয়ের (সুমনের) বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমি তাকে বললাম আগামীকাল সকালে প্রান্তকে বাড়িতে নিয়ে আসব। তখন সুজন বলে, আমি প্রান্তের সঙ্গে গত রবিবার কথা বলেছি। তাকে বকাবকি করেছি। বলেছি যদি আমি বাড়িতে থাকতাম তাহলে ‘কেটে বস্তায় ভরে নদীতে বাসিয়ে দিতাম’। ওই দিন রাতে আমার বড় ছেলে ঘটনাটা জেনে প্রান্তকে আনতে যায়। এরপর থেকে প্রান্তের কোনো খোঁজ মেলেনি। খোঁজে না পেয়ে পরদিন মঙ্গলবার আমার ছেলে শুভ থানা পুলিশকে জানাতে চেয়েছিল। কিন্তু সুমন তাকে জানাতে বারণ করে বলেছে এটা পারিবারিক সমস্যা। তোমার ভাই আর আমার বউ। আত্মীয়-স্বজন আর লোকজনে শুনলে শরম। পরে আমার ছেলে থানায় আর জানায়নি। মঙ্গলবার রাতে আমার ভাগ্নি (সুমনের বোন) ফোনে শুভকে জানায় প্রান্ত আমার মোবাইলে মেসেজ ‘বিদায়’ লিখে পাঠিয়েছে। এটা সে কেন দিল। এরপর তার মোবাইল ফোন বন্ধ ছিল। বুধবার সকালে সুমন আমার ছেলে শুভকে ফোন করে জানায় প্রান্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমার ছেলে দ্রুত সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পায়। তারা নিরপরাধ ছেলেটাকে হত্যা করেছে। এখন আত্মহত্যার নাটক সাজাচ্ছে।

প্রান্তের বড় ভাই শুভ দাস বলেন, আমার ভাইকে ফুফাতো ভাইয়েরা মিলে খুন করেছেন। এটা এখন নিশ্চিত। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে খুন করেছে। আমার এখন মামলা করব তাদের বিরুদ্ধে।

বর্ণি ইউনিয়নের মিহারী নয়গ্রামের বাসিন্দা প্রান্তের ফুফাতো ভাই সুমন দাস বলেন, একজনের ছেলে মারা গেছে। স্বাভাবিক প্রথম অবস্থায় অনেক অভিযোগ ওঠানো হবে। ঈশ্বর ছাড়া কেউ জানে না। প্রকৃত ঘটনাট কি। সপ্তম শ্রেণি থেকে সে আমার বাড়িতে। ওখানে থেকেই লেখাপড়া করত। হঠাৎ সে ঘর থেকে নিখোঁজ হয়। বিষয়টি মামার বাড়িতে জানাই। এরপর বুধবার তাঁর লাশ পাওয়া যায়। সে আত্মহত্যা করেছে না কেউ তাকে খুন করেছে এটা আমরা জানি না। যদি তাকে কেউ হত্যা করে তাকে তবে আমরা তার বিচার চাই।

এম মন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ আসুক আহমদ গতকাল রোববার মুঠোফোনে বলেন, প্রান্ত কখনো আত্মহত্যা করতে পারে না। লাশ দেখে এলাকার অনেকেই বলেছেন, তাকে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চাই। ঘটনার রহস্য উদঘাটনের দাবিতে শিক্ষার্থীরা চার দিন ধরে ক্লাস বর্জন করে যাচ্ছে। তাদেও কোনোভাবেই ক্লাসে ফেরানো যাচ্ছে না।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রান্তের পরিবারের আবেদনের প্রেক্ষিতে অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সুত্র-কালের কণ্ঠ

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com