1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
স্থানীয় সরকারে দলীয় পরিচয়ে সরকারের এই সিদ্ধান্ত সঠিক হয়নি-ড. বদিউল আলম মজুমদার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

স্থানীয় সরকারে দলীয় পরিচয়ে সরকারের এই সিদ্ধান্ত সঠিক হয়নি-ড. বদিউল আলম মজুমদার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ৩২৬ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা:সুশাসনের জন্য নাগরিক-সুজনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকারে দলীয় পরিচয়ে নির্বাচনের ফল শুভ হবে না। সরকারের এই সিদ্ধান্ত সঠিক হয়নি। এটি সরকারের অজনপ্রিয় সিদ্ধান্ত। পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন ও প্রশাসনের কাজ থেকে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না।বুধবার রাতে সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে ‘দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক-সুজনের সুনামগঞ্জ জেলা কমিটি এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই আলোচনা চলে।
সুনামগঞ্জ সুজনের সভাপতি অ্যাডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আবু নাসেরের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, প্রবীণ আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দীলিপ কুমার মজুমদার, শিক্ষাবিদ ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ার‌্যমান নিগার সুলতানা, পৌর কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, অ্যাডভোকেট শেরেনুর আলী, শিক্ষক আলী হায়দার, প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, রামানুজ রায়, শাহিনা চৌধুরী রুবি, সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, আতিকুল ইসলাম, জাহির উদ্দিন প্রমুখ। গোলটেবিল আলোচনায় বক্তারা বিষয়ের পক্ষে-বিপক্ষে নিজেদের মতামত ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com