1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মন্ত্রী এম এ মান্নানের নির্দেশে অবশেষে বিদ্যুৎ পেল কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

মন্ত্রী এম এ মান্নানের নির্দেশে অবশেষে বিদ্যুৎ পেল কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬
  • ৪৮০ Time View

স্টাফ রিপোর্টার:; অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির নির্দেশে অবশেষে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ১০৭ নং কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যুৎ সংযোগ পেল।শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এদিকে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ প্রদানে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিদ্যুৎ সংযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন,আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সাবেক মেম্বার কাছন আহমেদ,ইউনিয়ন আওয়ামীলীগ ত্রাণ সম্পাদক সাবেক মেম্বার আব্দুর রব,সাবেক মেম্বার হারিছ আলী,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মনির উদ্দিন,সাবেক সভাপতি ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন আহমেদ,পরিচালনা কমিটির সভাপতি হিরন মিয়া,আজমান আলী,চান মিয়া,বদরুজ্জামান,আব্দুল মতিন,জমির মিয়া,শফিক আলী,আব্দুল করিম,মনফর মিয়া,লাল মিয়া,আব্দুস সালাম,জালাল মিয়া,আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মুহিবুর রহমান রাসেল,আক্তার হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কান্তি বিশ্বাস,সহকারী শিক্ষক সমিরন চন্দ্র দাশ,শিক্ষিকা রাফিয়া বেগম,পল্লী বিদ্যুৎ সমিতি নয়াবন্দর অভিযোগ কেন্দ্রের কর্মচারী মোরাদ আহমদ প্রমুখ। উল্লেখ্য গত বছরের ৮ জানুয়ারি স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বিদ্যালয় পরির্দশনে গেলে শিক্ষক,শিক্ষার্থীরা বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগের দাবি জানালে তিনি পল্লী বিদ্যুতের সংশ্লিষ্টদের বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ প্রদানের নির্দেশ দেন। যার প্রেক্ষিতে শনিবার আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এর আগে আশারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হলেও কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত হয়। পরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নির্দেশে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com