1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা-চাঁদের বাড়ী বেড়াতে এসেছি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা-চাঁদের বাড়ী বেড়াতে এসেছি

  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৩২৩ Time View

চাঁদের বাড়ী বেড়াতে এসেছি
মো.আব্দুল মতিন।

চাঁদের বাড়ীবেড়াতে এসেছি
সারা রাত এখানেই কাটাবো
কিসুন্দর মায়াবি অালো
গায়ে মেখে কিযে সুখে ;

স্নান করলাম অনেকদিন পর
লাল,নীল পরিরা চাঁদের পাশে,
কবিরা ও অাসর জমিয়েছে
ছাদে,হাওরে,নদীর বুকে।

বিষাক্ত টক্সিন উড়ে যাচ্ছে
হিমালয়ে,সুন্দরবনে,দিগন্তে,
গাছ গুলো দাঁড়িয়ে আছে
অন্ধকারে অতন্ত্র প্রহরী হয়ে ;

কিছু নেশাচর পাখি উড়ে
দূরবনে শিয়ালের উল্লাস,
কলাপাতা ঘাড় নাড়িয়ে
ভাষাহীন মুগ্ধতায় স্বীকার করে।

কবিতা একদম কাছে বসো
লক্ষীমেয়ের নিরবতা নিয়ে,
অাকাশে কিছু দুষ্ট মেঘের ভীড়ে
জেগে থাকা চাঁদ দেখো ;

আমি তোমাকে নিয়ে বাসর করবো
তোমার শাড়ী হবে জোৎস্না রঙের,
এই মুগ্ধতায় পাওয়া বিরল শব্দে
তোমাকে আমি ঠিকই রাঙাবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com