1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হাওরের জলমহাল ইজারায় ন্যায় বিচার নাই:প্রতিমন্ত্রী এমএ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৬ মে ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

হাওরের জলমহাল ইজারায় ন্যায় বিচার নাই:প্রতিমন্ত্রী এমএ মান্নান

  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ২০৭ Time View

দ. সুনামগঞ্জ প্রতিনিধি::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন,‘হাওরের জলমহাল ইজারা ব্যবস্থাপনায় ন্যায়বিচার নেই। ইজারা না হলে আমাদের জেলেরা পলো-জাল নিয়ে সব মাছ মেরে শেষ করে দেবে এই বিষয়েও আমি একমত নই। ইজারা প্রথা নিয়ে নতুন করে ভাবতে হবে।’
পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকে-এসএফ)’এর উদ্যোগে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে রোববার দিনব্যাপি হাওর সম্মেলনের সূচনা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হাওর মাছ চাষের জায়গা নয়, মাছের প্রাকৃতিক বিচরণস্থল হলো হাওর। এই হাওরের জীব-বৈচিত্র একইরূপে রাখা কঠিন। জনবসতি গড়ে ওঠায়, মানুষ বাড়ায় এবং উন্নয়নের ফলে জীববৈচিত্রের উপর প্রভাব পড়বেই। এটি আটকানো যাবে না। কৈ-শিং-মাগুর মাছ আমরা যতই ভালবাসি, এগুলো বিলুপ্ত হবে অবধারিত।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওর, পাহাড় এবং উপকূলীয় এলাকার জন্য আন্তরিক। এসব এলাকার উন্নয়ন প্রকল্প নিয়ে গেলে তিনি অন্যরকম অভিব্যক্তি দেখান। তিনি উৎসাহিত হন এবং এই অঞ্চলগুলোর জন্য বেশি করে প্রকল্প গ্রহণের কথাও বলেন।’ অবহেলিত এলাকা পরিদর্শনের অভিজ্ঞতাও তিনি প্রকল্প গ্রহণের সময় কাজে লাগানোর চেষ্টা করেন।
তিনি বলেন, ‘২০১১ সালে সিজিআইএফ প্রকল্পের মাধ্যমে হাওর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এই প্রকল্পে ২৮ হাজার কোটি টাকা ব্যয় হবে বলেও উল্লেখ করা হয়েছিল। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এই প্রকল্পকে এগিয়ে নিতে পারলে ভাল হতো।’
পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মুহিবুর রহমান মানিক এমপি ও অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা এমপি।
এর আগে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পিকেএসএফ’র উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসিম উদ্দিন ও বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. মো. রুহুল আমিন।
এমএ মান্নান বলেন,‘ঠা-া মাথায়, সুদৃঢ় নেতৃত্ব এবং পরম্পরায় উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে হবে।’ বেরসকারী সংগঠন বিশেষ করে উন্নয়ন সংগঠনগুলোর কার্যক্রমের ধারাবাহিকতার অভাব রয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন,‘আমি মাঠে, এনজিওতে এবং সরকারে কাজ করে যে অভিজ্ঞতা পেয়েছি তা হলো, উন্নয়ন সংগঠনের কাজ ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। দাতারা হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়। অর্থাৎ মাঝনদীতে এসে নৌকা চলছে না। তখনই হতাশ হতে হয়।’
পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান বলেন,‘হাওর অঞ্চলে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর টেকসইভাবে দারিদ্রতা দূরীকরণের জন্য স্বাস্থ্যসেবা, পুষ্টি, শিক্ষা, প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি, অবকাঠামো এবং অর্থনৈতিক কর্মকা-সহ তাদের জীবন-জীবিকা সংশ্লিষ্ট অন্যান্য অনুসঙ্গ নিয়ে পিকেএসএফ বর্তমানে যে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে সেটাই হলো ‘সমৃদ্ধি’।’ তিনি বলেন,‘অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে দেশ। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ৩ টি শর্ত পূরণ করেছে বাংলাদেশ। সরকারের জনবান্ধব নীতির কারণে এটি সম্ভব হয়েছে।’
পরে বিকাল ২টা ৪৫ মিনিটে ২য় অধিবেশন শুরু হয়। ২য় অধিবেশনে, সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে হাওরে বসবাসরত জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন. চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক কারিগরি সেশন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com