1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে কোরবানি ঈদের প্রথম পশুরহাট, বিক্রেতা আছে ক্রেতা নেই - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৬ মে ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

জগন্নাথপুরে কোরবানি ঈদের প্রথম পশুরহাট, বিক্রেতা আছে ক্রেতা নেই

  • Update Time : রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ৪১৮ Time View

বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের হেলিপ্যাড এলাকায় কোরবানি ঈদের প্রথম গরু-ছাগলের হাট রোববার বসেছে।
দুপুরে সরজমিনে ঘুরে দেখা যায়, কোরবানির প্রথম হাট হওয়ায় গরু-ছাগলের সংখ্যা কমই ছিল। দেড় থেকে দুইশতাধিক গবাদি পশু হাটে এসেছে। আর ছাগলের সংখ্যা নিতান্তই কম। তবে হাটে সবই দেশী গরু দেখা গেছে। বিদেশী কিংবা ফ্রার্মের কোন ধরনের গরু হাটে দেখা যায়নি। ক্রেতাদের উপস্থিতিও নেই বলেই চলে । হাতে গুনাকয়েকজন ক্রেতাকে হাটে ঘুরতে দেখা গেছে। তারা হাতে দাম-দর যাছাই-বাছাই করছেন। বেচাবিক্রি নেই বললেই চলে। হাটে আসা বেপারি ও ক্রেতারা জানিয়েছেন ঈদের চার পাঁচ দিন পূর্ব থেকে বেচাকেনা জমজমাট হয়ে উঠবে। কোরবানির ঈদের হাটে আসা ক্রেতা উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের বাসিন্দা আইন উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের এখন আট নয় দিন বাকি রয়েছে। বাজার ঘুরে দেখছি, দাম-দরও যাচাই বাচাই করছি। চাহিদা অনুযায়ী পেলে কিনব। আরেক ক্রেতা নাদামপুর গ্রামের বাসিন্দা তাজউদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আজকে প্রথম হাট হওয়ায় গরু-ছাগল নিতান্তই কম এসেছে। এর মধ্যে দামও বেশি মনে হচ্ছে। এখনও কেনা হয়নি। বাজার ঘুরে দেখছি। ময়মনসিংহের মদন থানা থেকে আসা বেপারি পলাশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে হাটে এসেছি। ২৬টি দেশীয় গরু নিয়ে এসেছি। বিকাল তিনটা পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি। ক্রেতারা এসে দাম-দর জিজ্ঞাসা করে চলে যাচ্ছেন। কিনছেন না কেউ। আশা করছি ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেচাবিক্রির ধুম পড়বে। জগন্নাথপুরের নলুয়া হাওরপারের ভুরাখালি গ্রামের কৃষক বশর মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে হাটে বসে আছি। একটিওৎ গরুও বিক্রি হয়নি। ক্রেতারাও হাটে কম এসেছেন। অন্যবছরের তুলনায় দাম তেমন বেশি নয় বলে তিনি জানিয়েছেন। কোরবানি হাটের ইজারাদার আনিছ আলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কোরবানে ঈদের প্রথম হাট ছিল গতকাল। চাহিদা অনুযায়ী গবাদি পশু হাটে আসেনি। ক্রেতাদেরও উপস্থিত কম ছিল। যে কারনে কেনাবেচা খুবই কম হয়েছে। আগামী বুধ ও রোববার ঈদের হাট জমজমাট হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com