1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হজ্জে হতাহতের ঘটনায় ৫০ বাংলাদেশী হাজি রয়েছেন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

হজ্জে হতাহতের ঘটনায় ৫০ বাংলাদেশী হাজি রয়েছেন

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪০০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সেীদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত ও আহত হাজিদের মধ্যে ৫০ জন বাংলাদেশি রয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইংরেজি দৈনিক নিউ এজ। জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সূত্র দিয়ে পত্রিকাটি এ খবর জানিয়েছে।
জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আজিজুর রহমান হাসপাতালে রয়েছেন। তিনি বাংলাদেশিদের ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন। তিনি নিউ এজকে জানিয়েছেন, হতাহতদের মধ্যে ৫০ জন বাংলাদেশি থাকতে পারেন। জেদ্দায় বাংলাদেশি কনসল জেনারেল একেএম শাহিদুল করিম এর আগে জানিয়েছিলেন, ‘আমরা প্রতিমুহূর্তের খবর সংগ্রহ করছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অসমর্থিত নানা সূত্রের খবরগুলো নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’ইতিমধ্যে সুনামগঞ্জের একজনসহ বেশ কয়েকজনের সঠিতকথ্য পাওয়া গেছে।
সৌদি আরবের মিনায় হজ পালনের সময় পদপিষ্ট হয়ে মারা গেছেন সাত শতাধিক হাজি। এ তথ্য জানিয়েছে দেশটির বেসমারিক নিরাপত্তা কর্তৃপক্ষ। খবর আল আরাবিয়ার।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনাটি প্রকাশ করেছে দেশটির বেসমারিক নিরাপত্তা কর্তৃপক্ষ। মক্কার কাছে মিনায় হজ পালনের সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় আল আরাবিয়া পত্রিকা জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে সৌদি আরবের উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার হজযাত্রীরা মিনায় হজের অন্যতম আনুষ্ঠানিকতা জামারাহ অর্থাৎ শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার সময় ওই পদদলিতের ঘটনা ঘটে।
মক্কায় অবস্থানরত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি ওমর আল-সালেহ জানান, ”নিহত হজযাত্রীদের সংখ্যাটা প্রাথমিক। সৌদি বেসমারিক নিরাপত্তা কর্তৃপক্ষ পরিচালকের দপ্তর থেকে প্রাথমিকভাবে এই সংখ্যাটি জানানো হয়েছে। তবে সংখ্যাটি আরও বাড়তে পারে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com