1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক:

গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার ৩৮ অভিবাসী বহনকারী একটি বোট লেসবোস উপকূলে ডুবে যায়। লেসবোসের গেরা উপসাগর চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উপকূলের কাছ থেকে আরও ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, প্রবল বাতাসের কারণে ১ দশমিক ৫ মিটার ঢেউ উঠলে অভিবাসীদের বহনকারী নৌকাটি উপকূলের কাছে ধাক্কা খায়। পরবর্তীতে তা ডুবে যায়। বেঁচে ফেরাদের বেশিরভাগই আফ্রিকার দেশগুলো থেকে এসেছিলেন। তাদেরকে লেসবোর একটি অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গ্রিসে সম্প্রতি অভিবাসী ও শরণার্থীদের আগমনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে দেশটি তাদের অভিবাসন নীতি কঠোর করে। উত্তর আফ্রিকা থেকে আসা মানুষদের আশ্রয় দাবি তিন মাসের জন্য স্থগিত করা হয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা অবশ্য ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও ইউরোপ কাউন্সিল অন্যতম।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com