1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

দোকানের চৌকির নিচে পড়ে ছিল স্ত্রীর লাশ, পলাতক স্বামী

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঝিনাইদহে লাল মিয়া (৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর দোকান থেকে তার স্ত্রী তাসলীমা খাতুনের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে ঘটনার পর থেকেই স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতের ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনের পোশাকও কিছুটা এলোমেলো ছিল।

পরিবারের সদস্যরা জানায়, গতকাল সকাল ১১টার দিকে স্বামী লাল মিয়াকে খাওয়ার জন্য ডাকতে আসেন স্ত্রী তাসলীমা খাতুন। এরপর থেকেই সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাঠের দোকানের এক কোনায় চৌকির নিচে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, আমরা নিহতের পরিচয় সনাক্ত করেছি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বামী পলাতক থাকায় তাকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানায়, লাল মিয়া মাঝেমধ্যে মাদক সেবন করতেন। এনিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। নেশার কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com