1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বাড়ি বাড়ি গিয়ে ভোটার আনার দায় ইসির না: সিইসি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৬ মে ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত, ৭ নম্বর বিপৎসংকেত কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু দুর্ঘটনার বর্ণনা দিলেন প্রেসিডেন্ট রাইসির সফরসঙ্গী সাগরে গভীর নিম্নচাপ ইসলামে অতিরিক্ত হাসাহাসি করা অনুচিত ইসরায়েলকে গাজায় অভিযান বন্ধের নির্দেশ আন্তর্জাতিক আদালতের জগন্নাথপুরে নাবিলা ইলেক্ট্রনিক্স এন্ড সিসিটিভি হাউজ”র উদ্বোধন জগন্নাথপুরে দুর্ভোগ লাঘবে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যাগে চালু হলো ভাসমান ফেরি লন্ডনে ফ্ল্যাট থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে মেয়র নাসিমা বেগম- বাংলাদেশ কে খুব  ভালোবাসি তাই সুযোগ পেলেই বার বার ছুঁটে আসি

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আনার দায় ইসির না: সিইসি

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ভোটকেন্দ্রে ভোটার না আসার দায় নির্বাচন কমিশনের নয়। বাড়ি বাড়ি গিয়ে ভোটার আনার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজক। ভোটার আনার দায়িত্ব আমাদের নয়। এ দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের। আমরা শুধু বলে দিই ভোটের পরিবেশ সুষ্ঠু আছে, সব কিছু নিরাপদ আছে এবং সবাই ভোট দিতে আসতে পারেন।

তিনি বলেন, ভোটারদের তারা (নির্বাচন কমিশন) বাড়ি বাড়ি গিয়ে আনে না। এ কাজ করে প্রার্থী ও রাজনৈতিক দল। তাই উপস্থিতি কমের দায় তাদের।

নির্বাচনে সব দল যে এলো না ইসি কি তার দায় নেবে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিইসি হুদা বলেন, এটি রাজনৈতিক দলের দায়। এখানে নির্বাচন কমিশনের কোনো দায় নেই।

দুই কারণে ভোটার উপস্থিতি কম থাকতে পারে উল্লেখ করে নুরুল হুদা বলেন, আমি আগেই বলেছি- দুটি কারণে ভোটার উপস্থিতি কম থাকতে পারে।একটি হচ্ছে- সব রাজনৈতিক দলের অংশ না নেয়া। দ্বিতীয়ত স্বল্প সময়ের জন্য এই নির্বাচন, এক বছর পরে আবার নির্বাচন হবে- সে জন্য কম হতে পারে।

কেমন ভোট পড়ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই বলা যাচ্ছে না। ভোট বিকাল ৪টা পর্যন্ত। ৪টার পর বলা যাবে- কেমন ভোট পড়ল।

নির্বাচন আয়োজনে ত্রুটি নেই জানিয়ে সিইসি বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। নির্বাচন আয়োজনের সব কর্মকর্তা ভোটকেন্দ্রে উপস্থিত আছেন। আমাদের কোথাও কোনো ত্রুটি নেই।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com