1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫

  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৭ Time View

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়ানোর জের ধরে বাক বিতণ্ডায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন৷ সংঘর্ষে আহতরা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এছাড়া গুরুতর আহত অবস্থায় তিনজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ বাজার সংলগ্ন গয়েন হাটীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, গতকাল ঈদুল ফিতরের দিন গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে পশ্চিমভাগ গ্রামের গয়েন হাটীর সামছু মিয়ার পক্ষের লোকজনের সাথে একই গ্রামের মিজান মিয়ার লোকজনের কথা কাটাকাটি হয়।

শুক্রবার দুপুর বারোটার দিকে মিজান মিয়ার বাড়ির সামনে মাটিকাটা মাটে দুই পক্ষের শিশু কিশোররা ফুটবল খেলতে নামলে তাদের মধ্যে বাক বিতণ্ডা বাঁধে। এর জের ধরে পশ্চিমভাগ বাজারে মিজান মিয়ার পক্ষের আইন উদ্দিনের সাথে সামছু মিয়ার পক্ষের জলিল মিয়ার মধ্যে বিষয়টি নিয়ে পুনরায় বাক বিতণ্ডা বাঁধে বাক বিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতির রুপ নিলে দুই পক্ষের লোকজনের দেশী অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী বৃদ্ধ সহ অন্তত ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন,  গতকাল গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্য বাক বিতণ্ডা হয়। এর জের ধরে আজ শিশুদের ফুটবল খেলার নিয়ে পুনরায় বাক বিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com