1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের দুই ব্যাক্তি নিহতের ঘটনা নিয়ে যা বললো শাবি শিক্ষক সমিতি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

জগন্নাথপুরের দুই ব্যাক্তি নিহতের ঘটনা নিয়ে যা বললো শাবি শিক্ষক সমিতি

  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬
  • ২৬১ Time View

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট কারের নিচে চাপা পড়ে জগন্নাথপুরের দুই ব্যাক্তির নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে শাহজালাল বিশ্ব বিদ্যালয় শিক্ষক সমিতি ।

মঙ্গলবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় , গত ২৩ জানুয়ারী বিশ্ব বিদ্যালয়ের এক কিলোতে গাড়ি চাপায় ২ জন নিহত ও তিনজন আহত হওয়ায় ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় বিশ্ব বিদ্যালয় পরিবারের সকল সদস্য অত্যন্ত মর্মাহত এবং গভীরভাবে শোকাহত ।

শাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সামসুল আলমের সভাপতিত্বে গত ২৫ জানুয়ারী এক সাধারণ সভায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের আতœার মাগফেরাত কামনা ও দোয়া অনুষ্ঠিত হয় ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ন্বজন হারানোর বেদনা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। শিক্ষক সমিতি আশা করে শাবি পরিবার ক্ষতিগ্রস্থদের সহযোগীতায় সবসময়ই থাকবে ।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের এক কিলো রোডে গাড়ি চালানো শিখতে গিয়ে আরিফুল ইসলামের ড্রাইভ করা গাড়ির চাপায় নিহত হন সুনামগঞ্জের ছাতক ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের শেখ আতাউর রহমান (৫৫) ও তার চাচা মো. গিয়াস উদ্দিন (৭০)। এ সময় আতাউর রহমানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নগরীর দ্বীপ শিখা স্কুলের ছাত্রী রাহিবা রহমান (১৪) গুরুতর আহত হন । পাশাপাশি ড্রাইভিং সিটে বসা অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম ও তার সহযোগী গাড়ির ড্রাইভার আবুল কালাম আজাদও আহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com